৩০০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য | জিকে গাইড মান্থলি (ভার্সন - ২৩ ) | Gk Guide Monthly [PDF] Version 23.0
হ্যালো বন্ধুরা ,
তোমাদের প্রত্যেককে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | বন্ধুরা সামনে Rail Group D , WBP Police, WBP SI, WBCS এর মত পরীক্ষা আগত তাই সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই আমরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছে Gk Guide Monthly জিকে গাইড মান্থলি ( ভার্সন - ২৩) যার মধ্যে পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ এমন ৩০০ টি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি যেগুলো তোমরা আমাদের ডেইলি জিকে গাইডের মধ্যে পেয়ে থাক সেগুলোকে নিয়েইই মান্থলি এই পিডিএফ টি তৈরী করা হয়েছে |
তবে আর দেরী না করে নিচে দেওয়া লিংক থেকে এই মূল্যবান পিডিএফ টি সংগ্রহ করে নাও একেবারে বিনামূল্যে :-
নিচে কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হলো তোমাদের বোঝার সুবিধার্থে =>
❖ 1. প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ
স্থান সোহান উপত্যকা বর্তমানে কোথায় অবস্থিত ?
Ans : পাকিস্তান
Ans : পাকিস্তান
❖ 2. প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ স্থান পাহেলগাম বর্তমানে কোথায় অবস্থিত ?
Ans : কাশ্মীর
❖ 3. প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ স্থান দিদওয়ানা বর্তমানে কোথায় অবস্থিত ?
Ans : রাজস্থান
❖ 4. প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ স্থান ওরসাঙ্গ উপত্যকা বর্তমানে কোথায় অবস্থিত ?
Ans : গুজরাট
❖ 5. প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ স্থান হাতনোরা বর্তমানে কোথায় অবস্থিত ?
Ans : মধ্যপ্রদেশ
❖ 6. প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ স্থান বেলান সেওটি উপত্যকা বর্তমানে কোথায় অবস্থিত ?
Ans : উত্তরপ্রদেশ
❖ 7. প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ স্থান সোধিয়া বর্তমানে কোথায় অবস্থিত ?
Ans : বিহার
❖ 8. প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ স্থান ছাইবাসা বর্তমানে কোথায় অবস্থিত ?
Ans : ঝাড়খন্ড
❖ 9. প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ স্থান কুলিনা বর্তমানে কোথায় অবস্থিত ?
Ans : ওড়িশা
❖ 10. প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ স্থান চিরকি-নাভাসা বর্তমানে কোথায় অবস্থিত ?
Ans : মহারাষ্ট্র
➥ 11. নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো -
Ans : 8
➥ 12. তড়িৎ বিশ্লেষণে তড়িৎশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
Ans : রাসায়নিক শক্তি
➥ 13. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কত গুলি ?
Ans : 14
➥ 14. স্পর্শ পদ্ধতির মাধ্যমে কোন এসিড প্রস্তুত করা হয় ?
Ans : সালফিউরিক এসিড
➥ 15. পর্যায় সারণীর কোন শ্রেণী কে সন্ধিগত মৌলের শ্রেণী বলা হয় ?
Ans : অষ্টম
➥ 16. মরিচাবিহীন ইস্পাত গঠনে কোন ধাতুদ্বয় ব্যবহৃত হয় ?
Ans : ক্রোমিয়াম ও স্টিল
➥ 17. সকল পরমাণুর মধ্যে উপস্থিত কোন কণাটি কে সর্বপ্রথম চিন্হিত করা হয় ?
Ans : ইলেকট্রন
➥ 18. পর্যায় সারণীর কোন পর্যায় টি অসম্পূর্ণ ?
Ans : সপ্তম
➥ 19. অস্টক সূত্রের আবিষ্কার কে করেন ?
Ans : নিউল্যান্ড
➥ 20. নিউক্লিয় বিভাজনের উৎপন্ন শক্তি কে কাজে লাগিয়ে উৎপন্ন করা হয় -
Ans : বিদ্যুৎ শক্তি
▣ 21. কোন বেদে বর্ণের উল্লেখ রয়েছে ?
Ans : ঋক বেদে
▣ 22. সত্যমেব জয়তে - কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে ?
Ans : মুন্ডক উপনিষদ
▣ 23. 'শুদ্র' শব্দের উল্লেখ কোথায় পাওয়া যায় ?
Ans : ঋকবেদের দশম মন্ডলে
▣ 24. পশুপতির শিবের উল্লেখ রয়েছে কোন বেদে ?
Ans : অথর্ব বেদে
▣ 25. আর্য ও দাসদের মধ্যে যুদ্ধের উল্লেখ রয়েছে কোন বেদে ?
Ans : ঋকবেদে
▣ 26. আত্মার পুনর্জন্মের উল্লেখ রয়েছে কোন উপনিষদে ?
Ans : বৃহদান্যক উপনিষদ
▣ 27. ঋকবৈদিক যুগে লোহা কি নামে পরিচিত ছিল ?
Ans : শ্যামা
▣ 28. ঋকবৈদিক যুগে তামা কি নামে পরিচিত ছিল ?
Ans : অয়ম
▣ 29. ঋকবেদে
সরস্বতী নদী কে কোন নামে উল্লেখ করা হয়েছে ?
Ans : নন্দীতারা
Ans : নন্দীতারা
▣ 30. ঋকবেদে ঝিলাম নদী কে কোন নামে উল্লেখ করা হয়েছে ?
Ans : বিতস্তা
❐ 31. পৃথিবীর প্রতি 15° ঘূর্ণনে কত ঘন্টার সময়ের তারতম্য দেখা যায় ?
Ans : 1 ঘন্টা
❐ 32. নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ প্রায় কত ?
Ans : 1667 কিমি/ঘন্টা
❐ 33. কোন তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বেশি সময় নিয়ে দিন থাকে ?
Ans : 22 শে ডিসেম্বর
❐ 34. পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে অবস্থিত কোন স্থানে কৌণিক দুরত্ব কে কি বলে ?
Ans : অক্ষাংশ
❐ 35. কুমেরু বৃত্তের অক্ষাংশ টি কত ?
Ans : 66.5° দক্ষিণ
❐ 36. 1° অক্ষাংশের পার্থক্যে ভূপৃষ্ঠ দূরত্ব আনুমানিক কত ?
Ans : 111 কিমি
❐ 37. ভারতে কোন দ্রাঘিমারেখা কে প্রমান সময় হিসেবে ধরা হয় ?
Ans : 82.5° পূর্ব
❐ 38. 1° কৌণিক দূরত্বে সময়ের পার্থক্য কত হয় ?
Ans : 4 মিনিট
❐ 39. পৃথিবীকে মোট কটি সময় অঞ্চলে ভাগ করা হয় ?
Ans : 24 টি
❐ 40. ভারতের প্রমান সময় দ্রাঘিমাটি GMT এর থেকে কত সময় এগিয়ে ?
Ans : 5 ঘন্টা 30 মিনিট
■ 41. ময়ূরঝর্ণা হস্তী সংরক্ষণ এলাকা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : পশ্চিমবঙ্গ
■ 42. সিংভূম হস্তী সংরক্ষণ এলাকা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : ঝাড়খন্ড
■ 43. সম্বলপুর হস্তী সংরক্ষণ এলাকা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : ওড়িশা
■ 44. লেমরু হস্তী সংরক্ষণ এলাকা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : ছত্তিশগড়
■ 45. কামেং হস্তী সংরক্ষণ এলাকা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অরুণাচল প্রদেশ
■ 46. শোনিতপুর হস্তী সংরক্ষণ এলাকা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : আসাম
■ 47. ইনটাঙ্কি হস্তী সংরক্ষণ এলাকা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : নাগাল্যান্ড
■ 48. রায়ালা হস্তী সংরক্ষণ এলাকা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অন্ধ্রপ্রদেশ
■ 49. নীলাম্বর হস্তী সংরক্ষণ এলাকা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : কেরল
■ 50. শিবালিক হস্তী সংরক্ষণ এলাকা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : উত্তরাখন্ড
বাকি প্রশ্নগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও
File Details ::
File Type : PDF
File Location : Google Drive
File Size : 700 kb
No. of Pages : 12
File Location : Google Drive
File Size : 700 kb
No. of Pages : 12
Download :: Click Here To Download
Also Download :
◆ ৩১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর [PDF] ( ভার্সন - 12 )
◆ ৩০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর [PDF] ( ভার্সন - 11 )
◆ ৩১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর [PDF] ( ভার্সন - 10 )


0 Comments
Please do not share any spam link in the comment box