Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭১৮
☞ 1. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হবে, তা কে ঠিক করেন ?
Ans : রাষ্ট্রপতি
☞ 2. সংবিধান স্বীকৃত ভাষা 18 থেকে বেড়ে 22 টি হয় কততম সংশোধনীতে ?
Ans : 92 তম
☞ 3. বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমেই কার অনুমোদন প্রয়োজন ?
Ans : রাজ্যপালের
☞ 4. রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর থাকে কত মাস ?
Ans : 6 মাস
☞ 5. লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান হতে পারে -
Ans : 6 মাস
☞ 6. জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতি লোকসভার আয়ু বাড়িয়ে দিতে পারেন -
Ans : এক বছর
☞ 7. অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে সেটিকে ফেরত পাঠাতে হয় -
Ans : 14 দিনের মধ্যে
☞ 8. রাজ্যপাল কে শপথ বাক্য কে পাঠ করান ?
Ans : রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি
☞ 9. উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন কোন অধিবেশনে ?
Ans : রাজ্যসভার অধিবেশনে
☞ 10. আইনবিদের স্বর্গ - বলতে কোনটি কে বোঝানো হয় ?
Ans : ভারতীয় সংবিধান কে

0 Comments
Please do not share any spam link in the comment box