Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭২১

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭২১


Bengali GK Guide


🌈 1. আয়োডিনের অভাবে শিশুদের মধ্যে কোন রোগ দেখা যায় ? 
Ans : ক্রেটিনিজম

🌈 2. নখ বা ক্ষুরে কোন ধরনের প্রাণীজ প্রোটিন পাওয়া যায় ? 
Ans : কেরাটিন 

🌈 3. এলকোহল ও এসিডের লবণ কে কি বলা হয় ? 
Ans : এস্টার

🌈 4. প্রাণীর দেহে ফ্যাট সঞ্চিত হয় কোন মেদ কোশে ? 
Ans : এডিপোসাইট 

🌈 5. চিংড়ি, রাজকাকড়া-র শ্বাস যন্ত্রের নাম কি ? 
Ans : বুক গিল বা বই ফুলকা

🌈 6. হিমোসায়ানিন একপ্রকার প্রোটিন যা _____ মৌল ঘটিত ? 
Ans : তাম্র

🌈 7. পেশী তন্তুর আবরণ কে কি বলা হয় ? 
Ans : সারকোলেমা

🌈 8. শ্বসন প্রক্রিয়ায় মোট কত অনু ATP তৈরি হয় ? 
Ans : 38 অনু 

🌈 9. সবাত শ্বসনের প্রথম ধাপের বিক্রিয়া ঘটে সজীব কোশের _______ ? 
Ans : সাইটোপ্লাজমে

🌈 10. সবাত শ্বসনে 1 গ্রাম-অনু গ্লুকোজ জারিত হয়ে কত পরিমান তাপশক্তি উৎপন্ন হয় ? 
Ans : 686 kcal







Post a Comment

0 Comments