Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭২৮

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭২৮


Bengali GK Guide


🎯 1. ________ বলতে বোঝায় প্রতিটি বিন্দুতে প্রবাহ সুসংবদ্ধ এবং বেগের মান ধ্রুবক 
Ans : ধারারেখ প্রবাহ

🎯 2. তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতার কি পরিবর্তন হয় ? 
Ans : হ্রাস পায় 

🎯 3. তাপমাত্রা বাড়লে গ্যাসের সান্দ্রতার কি পরিবর্তন হয় ? 
Ans : বৃদ্ধি পায় 

🎯 4. কোনো গোলাকার বস্তুর ক্ষেত্রে প্রান্তীয় বেগ ঐ বস্তুর ______ এর সঙ্গে সমানুপাতিক হয় ? 
Ans : ব্যাসার্ধ

🎯 5. একই পদার্থের অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে কি বলে ? 
Ans : সংসক্তি বল

🎯 6. তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর উপর তরল যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তা হলো ? 
Ans : প্লবতা 

🎯 7. সোলার রুফ পাম্পের ক্ষেত্রে কোন ধরণের ক্রিয়া দেখা যায় ? 
Ans : সাইফন ক্রিয়া 

🎯 8. বিকৃত বস্তুর একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলকে কি বলে ? 
Ans : পীড়ন 

🎯 9. স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত কে কি বলে ? 
Ans : আয়তন বিকৃতি গুনাঙ্ক

🎯 10. তাপমাত্রা বৃদ্ধি করলে পৃষ্ঠটানের কি পরিবর্তন দেখা যায় ? 
Ans : হ্রাস পায়








Post a Comment

0 Comments