Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭২৩

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭২৩


Bengali GK Guide


❖ 1. কোন বৌদ্ধ ধর্মগ্রন্থ কে 'বুক অফ ডিসিপ্লিন' বলা হয় ? 
Ans : বিনয় পিটক 

❖ 2. পাটলিপুত্রে অনুষ্ঠিত তৃতীয় বৌদ্ধ সমাবেশ কার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় ? 
Ans : অশোক

❖ 3. কুন্দলবনে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ সমাবেশ কার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় ? 
Ans : কনিষ্ক 

❖ 4. কারা প্রথম কন্নড় ভাষায় রাজ্য শাসন করতেন ? 
Ans : কাদম্ব রাজবংশ 

❖ 5. মৌর্যরা বৈশ্য জাতি ছিলেন তা জানা যায় কোন শিলালিপি থেকে ? 
Ans : জুনাগড় শিলালিপি

❖ 6. অশোকের শিলালিপি প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ কত সালে পাঠোদ্ধার করেন ? 
Ans : 1837 সালে

❖ 7. বিখ্যাত সাঁচি স্তুপ ও সারনাথ স্তম্ভ কার রাজত্বকালে হয়েছিল ? 
Ans : সম্রাট অশোক

❖ 8. 261 খ্রিষ্টপূর্ব এ কোন নদীর তীরে মহাপদ্মনাভের বিরুদ্ধে অশোক কলিঙ্গ যুদ্ধ করেন ? 
Ans : দয়া নদী 

❖ 9. অশোকের প্রিয়াদাসীরাজা উপাধি সম্পর্কে জানা যায় কোন শিলালিপি থেকে ? 
Ans : বরাবর গুহা শিলালিপি

❖ 10. অশোকের প্রথম মুখ্য শিলালিপি থেকে কি জানা যায় ? 
Ans : পশু হত্যা নিষিদ্ধকরণ









Post a Comment

0 Comments