Monthly Current Affairs in Bengali | Month of August, 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |
তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।
আগস্ট মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে August Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-
কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ
গুরুত্বপূর্ণ দিবস
✪ গত 1 লা আগস্ট World Lung Cancer দিবস পালিত হলো, এছাড়া এই তারিখে Muslim Women's Rights দিবসও পালিত হয়
✪ প্রতি বছর 6 ই আগস্ট (এ বছর এটি 77 তম) হিরোশিমা দিবস পালিত হয়
✪ গত 7 ই আগস্ট নীরাজ চোপড়ার অলিম্পিক গোল্ড মেডেল জেতার স্মরণে জ্যাভেলিন নিক্ষেপ দিবস পালন করা হলো, এছাড়া এই দিনটি National Handloom Day হিসেবেও পালিত হলো, এবছরের থিম - Handloom, an Indian legacy
✪ প্রতিবছর 9 ই আগস্ট নাগাসাকি দিবস (এবছর এটি 77 তম) পালিত হয়
✪ প্রতিবছর 10 ই আগস্ট বিশ্ব সিংহ দিবস পালিত হলো, এছাড়াও এই দিনটিতে ওয়ার্ল্ড বায়োফুয়েল দিবস পালিত হলো
✪ মাঙ্কিপক্স ভাইরাস নিয়ন্ত্রণের জন্য ড: ভি কে পালের নেতৃত্বে নতুন একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করলো কেন্দ্রীয় সরকার
✪ সেকেন্ডারি স্টিল সেক্টরের জন্য সিভিল এভিয়েশন ও স্টিল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে একটি উপদেষ্টা কমিটি গঠন করলো স্টিল মন্ত্রক
✪ ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP) এর ডিরেক্টর জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন ড: সুজয় লাল থাওসেন
✪ বিশ্ব ব্যাঙ্ক Auguste Tano Kouamé কে ভারতের Country Director হিসেবে নিযুক্ত করলো
সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও -
File Type : PDF
File Location : Google Drive
File Size : 800 kb
No. of Pages : 14



0 Comments
Please do not share any spam link in the comment box