Monthly Current Affairs in Bengali | Month of August, 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

 

Monthly Current Affairs in Bengali | Month of August, 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |


August Monthly Current Affairs in Bengali

Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    আগস্ট মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে August Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 

প্রতিবছর 1 - 7 ই আগস্ট পর্যন্ত World Breastfeeding Week পালিত হয়, এবছরের থিম - 'Step Up for Breastfeeding: Educate and Support'

গত 1 লা আগস্ট World Lung Cancer দিবস পালিত হলো, এছাড়া এই তারিখে Muslim Women's Rights দিবসও পালিত হয়

প্রতি বছর 6 ই আগস্ট (এ বছর এটি 77 তম) হিরোশিমা দিবস পালিত হয় 

গত 7 ই আগস্ট নীরাজ চোপড়ার অলিম্পিক গোল্ড মেডেল জেতার স্মরণে জ্যাভেলিন নিক্ষেপ দিবস পালন করা হলো, এছাড়া এই দিনটি National Handloom Day হিসেবেও পালিত হলো, এবছরের থিম - Handloom, an Indian legacy

প্রতিবছর 9 ই আগস্ট নাগাসাকি দিবস (এবছর এটি 77 তম) পালিত হয়

প্রতিবছর 10 ই আগস্ট বিশ্ব সিংহ দিবস পালিত হলো, এছাড়াও এই দিনটিতে ওয়ার্ল্ড বায়োফুয়েল দিবস পালিত হলো 

প্রতি বছর 12 ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়, এবছরের থিম - 'Intergenerational solidarity: creating a world for all ages', এছাড়াও এই দিনটি তে বিশ্ব হাতি দিবস পালিত হয়

প্রতিবছর 13 ই আগস্ট World Organ Donation দিবস পালিত হয়, এবছরের থিম - 'let’s pledge to donate organs and save lives', এছাড়া এই দিনটি তে International Lefthanders Day পালিত হলো

এবছরের 15 ই আগস্ট ভারত 76 তম স্বাধীনতা দিবস পালন করলো, এছাড়া গত 14 ই আগস্ট Partition Horrors Remembrance Day পালিত হলো

প্রতিবছর 19 শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস পালিত হয়, এছাড়াও এই দিনটি তে ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান দিবস পালিত হয়, এবছরের থিম - 'thousands of volunteers, professionals and crisis-affected people who deliver urgent health care, shelter, food, protection, water and much more'

প্রতি বছর 20 ই আগস্ট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির জন্মবার্ষিকী উপলক্ষ্যে সদভাবনা দিবস পালিত হয়, এছাড়া এই দিনটি World Mosquito Day হিসেবেও পালিত হয়



 
 নিয়োগ সমূহ 

দিল্লী পুলিশ কমিশনার পদের দায়িত্ব নিলেন সঞ্জয় অরোরা 

মাঙ্কিপক্স ভাইরাস নিয়ন্ত্রণের জন্য ড: ভি কে পালের নেতৃত্বে নতুন একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করলো কেন্দ্রীয় সরকার

সেকেন্ডারি স্টিল সেক্টরের জন্য সিভিল এভিয়েশন ও স্টিল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে একটি উপদেষ্টা কমিটি গঠন করলো স্টিল মন্ত্রক

ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP) এর ডিরেক্টর জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন ড: সুজয় লাল থাওসেন 

বিশ্ব ব্যাঙ্ক AugusteTanoKouamé কে ভারতের Country Director হিসেবে নিযুক্ত করলো 

প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB) এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন সত্যেন্দ্র প্রকাশ 

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার পদে শপথ গ্রহণ করলেন সুরেশ এন প্যাটেল 

ফিনটেক প্লাটফর্ম BharatPe নলীন নেগী কে নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO) পদে নিযুক্ত করলো 

অয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদের দায়িত্ব নিতে চলেছেন রঞ্জিত রথ 

Prime Minister's Office (PMO) এর ডিরেক্টর পদে আইএফএস অফিসার শ্বেতা সিং কে নিযুক্ত করা হলো

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (USFB) এর MD এবং CEO পদে Inderjit Camotra কে নিযুক্ত করা হলো 

Catamaran Ventures MD Ranganath কে চেয়ারম্যান ও প্রেসিডেন্ট পদে নিযুক্ত করলো 

ভারতের উপরাষ্ট্রপতি পদে জগদ্বীপ ধনকর কে নির্বাচিত করা হলো 

ওয়ার্ল্ড চেস ফেডারেশনের (FIDE) ডেপুটি প্রেসিডেন্ট হলেন ভারতের লিজেন্ড দাবাড়ু বিশ্বনাথন আনন্দ 

কলম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন Gustavo Petro 

কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হলেন N Kalaiselvi

সুপ্রিম কোর্টের 49 তম প্রধান বিচারপতি পদে উদয় উমেশ ললিত কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন এন ভি রামানা

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পদে James Marape কে পুনরায় নিযুক্ত করা হলো 

ইউনাইটেড নেশন্স মিলিটারি অবজার্ভর গ্রুপ ইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান (UNMOGIP) এর প্রধান পদে Guillermo Pablo Rios কে নিযুক্ত করা হলো 

এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর পদে গোপাল ভিত্তল কে পুনরায় নিযুক্ত করা হলো 

ইরানে কুয়েতের আম্বাসাডর পদে আব্দুল্লাহ আল-মুনাইখ কে নিযুক্ত করা হলো 

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চিফ ফিনান্সিয়াল অফিসার পদে প্রমোদ কুমার কে নিযুক্ত করা হলো 

ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড (NATGRID) এর CEO পদে আইএএস পীযুষ গোয়েল কে নিযুক্ত করা হলো     


সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও - 

File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 800 kb
No. of Pages : 14


Also Download :

Post a Comment

0 Comments