Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৬৮০
▣ 1. কোন বেদে বর্ণের উল্লেখ রয়েছে ?
Ans : ঋক বেদে
▣ 2. সত্যমেব জয়তে - কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে ?
Ans : মুন্ডক উপনিষদ
▣ 3. 'শুদ্র' শব্দের উল্লেখ কোথায় পাওয়া যায় ?
Ans : ঋকবেদের দশম মন্ডলে
▣ 4. পশুপতির শিবের উল্লেখ রয়েছে কোন বেদে ?
Ans : অথর্ব বেদে
▣ 5. আর্য ও দাসদের মধ্যে যুদ্ধের উল্লেখ রয়েছে কোন বেদে ?
Ans : ঋকবেদে
▣ 6. আত্মার পুনর্জন্মের উল্লেখ রয়েছে কোন উপনিষদে ?
Ans : বৃহদান্যক উপনিষদ
▣ 7. ঋকবৈদিক যুগে লোহা কি নামে পরিচিত ছিল ?
Ans : শ্যামা
▣ 8. ঋকবৈদিক যুগে তামা কি নামে পরিচিত ছিল ?
Ans : অয়ম
▣ 9. ঋকবেদে সরস্বতী নদী কে কোন নামে উল্লেখ করা হয়েছে ?
Ans : নন্দীতারা
▣ 10. ঋকবেদে ঝিলাম নদী কে কোন নামে উল্লেখ করা হয়েছে ?
Ans : বিতস্তা

0 Comments
Please do not share any spam link in the comment box