Monthly Current Affairs in Bengali | Month of July, 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

 

Monthly Current Affairs in Bengali | Month of July, 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |


Monthly Current Affairs in Bengali

Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    জুলাই মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে July Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 

প্রতি বছর 1 লা জুলাই ড: বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে জাতীয় ডক্টর দিবস পালিত হয়, এবছরের থিম - 'Family Doctors on the Front Line'

প্রতিবছর 2 রা জুলাই World UFO Day পালিত হয়, এছাড়াও এই দিনটি তে World Sports Journalist Day পালিত হয়

গত 3 রা জুলাই The International Plastic Bag Free দিবস পালিত হলো

প্রতিবছর 7 ই জুলাই বিশ্ব চকোলেট দিবস পালিত হয়

 প্রতিবছর 11 ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়, এবছরের থিম - 'A world of 8 billion: Towards a resilient future for all – Harnessing opportunities and ensuring rights and choices for all', এছাড়া গত 10 ই জুলাই National Fish Farmers' Day পালিত হলো 

প্রতি বছর 12 ই জুলাই নোবেল পুরষ্কার জয়ী মালালা ইউসুফজাই এর জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক মালালা দিবস পালিত হয়

গত 15 ই জুলাই ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস দিবস পালিত হলো, এবছরের থিম - Transformed youth skills for the future

প্রতিবছর 18 ই জুলাই নেলসন ম্যান্ডেলা দিবস পালিত হয়, এবছরের থিম - 'Do what you can, with what you have where you are'

প্রতিবছর 20 ই জুলাই বিশ্ব দাবা দিবস পালিত হয়, এছাড়াও এই দিনটি International Moon Day হিসেবেও পালিত হয়

প্রতিবছর 22 শে জুলাই বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day) পালিত হয়, এবছরের থিম - 'Brain Health for all'

প্রতি বছর 23 শে জুলাই দিনটি কে জাতীয় ব্রডকাস্টিং দিবস হিসেবে পালন করা হয় 

প্রতি বছর 24 শে জুলাই দিনটি কে আয়কর দিবস বা Income Tax Day হিসেবে পালন করে CBDT, এছাড়াও এই দিনটি তে World Parents Day পালিত হয় 

প্রতি বছর 28 শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়, এবছরের থিম - 'Bringing hepatitis care closer to you’



 
 নিয়োগ সমূহ 

GAIL লিমিটেডের পরবর্তী চেয়ারম্যান পদে সন্দীপ কুমার গুপ্ত কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন মনোজ জৈন 

প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে ইউএস সুপ্রিম কোর্টের দায়িত্ব নিলেন Ketanji Brown

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন একনাথ শিন্দে

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) নতুন প্রেসিডেন্ট হলেন টি রাজা কুমার

ইজরায়েলর 14 তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন Yair Lapid, এর আগে এই পদে ছিলেন Naftali Bennett

ভারতের ক্রিকেট দলের প্রাক্তন কোচ এবং ক্রিকেটার রবি শাস্ত্রী কে FanCode এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো
 
রাহুল নারওয়েকার মহারাষ্ট্র লেজিসলেটিভ এসেম্বলি তথা ভারতের কনিষ্ঠতম স্পিকার পদে নির্বাচিত হলেন 

অসিত রথ কে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) ও ম্যানেজিং ডিরেক্টর (MD) পদে নিযুক্ত করলো Aviva India, এর আগে এই পদে ছিলেন অমিত মালিক
 
লিউটেন্যান্ট জেনারেল মোহন সুব্রামনিয়ান কে সাউথ সুদানের UN মিশনের ফোর্স কমান্ডার পদে নিযুক্ত করা হলো 

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির নতুন প্রেসিডেন্ট পদে আর দীনেশ কে নিযুক্ত করা হলো 

এসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি (AIU) এর প্রেসিডেন্ট পদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সুরঞ্জন দাস কে নিযুক্ত করা হলো 

G-20 শেরপার ভূমিকায় দায়িত্ব নিতে চলেছেন নীতি আয়োগের প্রাক্তন CEO অমিতাভ কান্ত 

আর কে গুপ্ত কে ডেপুটি ইলেকশন কমিশনার পদে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন টি শ্রীকান্ত

SBI জেনারেল ইন্সুরেন্স পরিতোষ ত্রিপাঠি কে MD CEO পদে নিযুক্ত করলো, এর আগে এই পদে ছিলেন P C Kandpal

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (IFAD) এর প্রেসিডেন্ট পদে Alvaro Lario কে নিযুক্ত করা হলো 

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) এর ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব নিলেন রাজেন্দ্র প্রসাদ 

অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি কে Yuvajana Sramika Rythu Congress (YSRC) এর প্রেসিডেন্ট ফর লাইফ পদে নির্বাচিত করা হলো 

গোয়া শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে ব্রজেশ কুমার উপাধ্যায় কে নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার 

Eureka Forbes এর MD CEO হিসেবে প্রতীক পোটা কে নিযুক্ত করলো Advent International

Karur Vysya ব্যাংকের অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে মিনা হেমচন্দ্র কে নিযুক্ত করা হলো 

RailTel Corporation of India Ltd (RCIL) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে সঞ্জয় কুমার কে নিযুক্ত করা হলো 

ভারতে বাংলাদেশ হাই-কমিশনার পদে মুস্তাফিজুর রহমান কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিল মুহাম্মদ ইমরান

গুগল প্যারেন্ট সংস্থা Alphabet Marty Chavez কে নিজেদের বোর্ডে নিযুক্ত করলো 

বলিউড অভিনেতা শাহিদ কাপুর কে PokerBaazi এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কে মাইনোরিটি আফফায়ার্স এবং মিনিস্ট্রি অফ স্টিলের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো যথাক্রমে

REC লিমিটেডের ডিরেক্টর (টেকনিক্যাল) পদে ভি কে সিং কে নিযুক্ত করা হলো 

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এর নতুন ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হতে চলেছেন আশীষ কুমার চৌহান

প্রাক্তন সুপ্রিমকোর্ট বিচারপতি ভিনিত সরণ কে BCCI এর নতুন Ethics অফিসার পদে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন ডি কে জেইন

Insolvency and Bankruptcy Board of India (IBBI) এর Whole-time মেম্বার হিসেবে জয়ন্তী প্রসাদ কে নিযুক্ত করা হলো    
 

সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও - 


File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 800 kb
No. of Pages : 14


Also Download :

Post a Comment

0 Comments