Important Geography Question-Answer for WBSSC/WBCS/RAIL/WBP | আগামী WBSSC,WBP, Rail পরীক্ষাগুলির জন্য ১০০ টি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন-উত্তর | পর্ব - ২০
হ্যালো বন্ধুরা ,
জব গাইড এডুকেশনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত | তোমরা জানো ভালো করেই এই সাইটে আমরা প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে নিত্য নতুন পোস্ট দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য হয় |
তাই আজও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ভুগোলের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ( পর্ব - ২০ ) একটি পিডিএফ যেগুলি আগামী WBCS/RAIL/WBP রাজ্য বা কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য় খুবই দরকারী হবে | এই প্রশ্ন গুলির মধ্যে অনেক গুলি প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে | তবে আর দেরী কেন , এখুনি নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :-
নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল দেওয়া হলো -
1. ভারতকে ___ বায়ুর দেশ বলা হয় ?
Ans : ক্রান্তীয়
মৌসুমী বায়ু
2. কোন ঝড় Norwester নামেও পরিচিত ?
Ans : কালবৈশাখী
3. গ্রীষ্মকালে ভারতের উত্তর-পশ্চিম রাজস্থানে, গুজরাটে, পাঞ্জাবে কোন বায়ু প্রবাহিত হয় ?
4. গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে ধূলিঝড় সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় কি বলে ?
5. চেরী ব্লজম এর কারণে কেরালায় কোন ফসলের উৎপাদন ভালো হয় ?
6. জেট বায়ু উত্তর গোলার্ধের কোন অবস্থানে অবস্থিত ?
8. ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হল -
Ans : তাপমান
9. তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর-নভেম্বর মাসে প্রবল বর্ষণের কারণ -
Ans : প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু
10. শীতকালে বৃষ্টিপাত ঘটার জন্য দায়ী হলো -
Ans : পশ্চিমি ঝঞ্ঝা
11. মারিয়ানা খাত কোন মহাসাগরের সর্বনিম্ন স্থান ?
12. পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হবার সময়কে কি বলে ?
13. পৃথিবী ও চাঁদের মধ্যে দূরতম অবস্থান কে কি বলে ?
14. বছরের কোন দিনটি কে মহাবিষুব ধরা হয় ?
15. কন্টিনেন্টাল ড্রিফট থিওরির প্রবক্তা কে ?
16. নারকোন্ডাম দ্বীপ কোন প্রকৃতির আগ্নেয়গিরি ?
17. অস্ট্রেলিয়ার মাউন্ট বুনিনইয়ং কোন প্রকৃতির আগ্নেয়গিরি ?
18. ভূমিকম্পের ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ টি হল -
Ans : P - তরঙ্গ
19. ব্যাসল্ট কোন ধরনের শিলার অন্তর্ভুক্ত ?
20. গ্রানাইট কোন ধরনের শিলার অন্তর্ভুক্ত ?
21. চুনাপাথর পরিবর্তিত হয়ে কোন শিলায় পরিণত হয়েছে ?
22. বালিপাথর পরিবর্তিত হয়ে কোন শিলায় পরিণত হয়েছে ?
23. হিমালয় পর্বতমালা কোন ধরণের পর্বত ?
24. ভারতের আরাবল্লী কোন ধরণের পর্বতমালা ?
25. পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা কোন ধরণের পর্বত ?
26. মাউন্ট থেরাপি কোন পর্বতের উদাহরণ ?
27. আলাস্কা পর্বতমালা কোন দেশে অবস্থিত ?
28. বিশাল বিভাজিত পরিসীমা কোন দেশে অবস্থিত ?
29. পরেশনাথ কোন ধরণের পর্বতের উদাহরণ ?
30. গাঙ্গেয় সমভূমির প্রকৃতি কি রূপ ?
31. পাইরোনোমিটারের সাহায্যে কি পরিমাপ করা যায় ?
32. সমচাপ অঞ্চলে স্থিত বিন্দুগুলিকে সংযোজন করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলে ?
আরো পড়ুন :-
33. ফ্যারেলের সূত্র টি কোন বলের
উপর প্রতিষ্ঠিত ?
Ans : কোরিওলিস
34. স্লিং সাইক্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা যায় ?
35. কোন মেঘকে দেখতে পালকের মতন ?
36. পুয়েরতো রিকো খাত কোন মহাসাগরে অবস্থিত ?
37. কোন গোলার্ধের গড় লবণাক্ততা অন্য গোলার্ধের চেয়ে অনেক বেশি ?
38. আলাস্কা স্রোতের প্রকৃতি কি রূপ ?
39. অঘস্টক স্রোতের প্রকৃতি কি রূপ ?
40. গ্রেট বিয়ার লেক কোন দেশে অবস্থিত ?
41. গ্রেট সল্ট লেক কোন দেশে অবস্থিত ?
42. বালখাস হ্রদ টি কোন দেশে অবস্থিত ?
Ans : কাজাখস্তান
43. পৃথিবীতে সমান আপতিত সূর্যকিরণ অঞ্চলগুলির সংযোগ রেখা কে কি বলে ?
44. শিবালিক পর্বশ্রেণীতে কোন ধরনের মৃত্তিকা বিরাজ করে ?
45. লাভা গঠিত ব্যাসল্ট শিলার আবহাবিকারের ফলে কোন মৃত্তিকা তৈরি হয়েছে ?
46. লবনাক্ত মৃত্তিকায় কোন কোন মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায় ?
47. ভারতে খারিফ শস্য বসানো হয় কোন মাসে ?
48. পাট, জোয়ার কি ধরণের শস্য ?
49. ভারতে গ্রীষ্মকালে যে সকল শস্য উৎপাদন করা হয় তাদের কি শস্য বলে ?
50. উদ্যান কৃষি কে কাজে লাগিয়ে ভারতে সবথেকে বেশি কিসের চাষ করা হয় ?
51. তুলা, পশম এগুলো কোন ধরণের ফসলের মধ্যে পড়ে ?
52. চা, কফি এগুলো কোন ধরনের ফসলের অন্তর্ভুক্ত ?
53. ফুলের বাণিজ্যিক চাষ কে কি বলা হয় ?
54. ভিটিকালচার কোন চাষের সাথে সম্পর্কিত ?
55. পোনাম চাষ পদ্ধতি ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
56. আসামে এক প্রকারের চাষ পদ্ধতি দেখা যায় যেটি হল -
Ans : ঝুম চাষ
57. বিওয়ার চাষ পদ্ধতি ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
58. তুলো গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
59. পাট গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
60. রবার গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
61. ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কোথায় অবস্থিত ?
62. সেন্ট্রাল সিল্ক টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
63. ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর
বেনানা কোথায় অবস্থিত ?
Ans : তিরুচিরাপল্লী,
তামিলনাড়ু
64. বিকানীর ক্যানেল কোন নদীর সাথে সম্পর্কিত ?
65. তিলপাড়া ক্যানেল কোন নদীর সাথে সম্পর্কিত ?
66. অনিকাট ক্যানাল কোন নদীর সাথে সম্পর্কিত ?
67. রাজ্য ভিত্তিক ক্যানাল সেচ অনুযায়ী কোন রাজ্য প্রথম স্থানে ?
68. সোনালী বিপ্লব কোন বিষয়ের সাথে সম্পর্কিত ?
69. গোলাপী বিপ্লব কোন বিষয়ের সাথে সম্পর্কিত ?
70. উচ্চ ফলনশীল বীজ হল ___ বিপ্লবের প্রধান উপাদান ?
71. ধান উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে ?
72. কোন সালে চব্বিশ পরগনা কে ফাই ভাগে বিভক্ত করা হয় ?
73. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন ?
74. সর্বনিম্ন সাক্ষরতা বিশিষ্ট ভারতীয় রাজ্যটি হলো -
Ans : বিহার
75. সর্বাধিক রাজ্য দ্বারা সীমানা স্পর্শ করা রয়েছে কোন রাজ্যের ?
76. কোন রাজ্যকে Rice Bowl of India বলা হয় ?
77. তাওয়াং শহরটি ভারতের কোন জেলায় অবস্থিত ?
78. রঙ্গালি বিহু নৃত্য টি কোন রাজ্যে পালিত হয় ?
79. মহাত্মা গান্ধী নদী সেতুটি কোন রাজ্যে অবস্থিত ?
80. ছত্তিশগড়ের সরকারি ভাষা টি কি ?
বাকি প্রশ্ন সহ নিচে দেওয়া লিংক থেকে সম্পূর্ণ পিডিএফ টি সংগ্রহ করে নাও -
File Details :
File Type : PDF
File Location : Google Drive
No. of pages : 04
File Size : 500 kb
Download :: Click Here To Download
Also Download ::


0 Comments
Please do not share any spam link in the comment box