৩১০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য | জিকে গাইড মান্থলি (ভার্সন - ২১ ) | Gk Guide Monthly [PDF] Version 21.0

 

৩১০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য | জিকে গাইড মান্থলি (ভার্সন - ২১ ) | Gk Guide Monthly [PDF] Version 21.0


Gk Guide Monthly

 হ্যালো বন্ধুরা , 

                        তোমাদের প্রত্যেককে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | বন্ধুরা সামনে Rail Group D , WBP Police, WBP SI, WBCS এর মত পরীক্ষা আগত তাই সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই আমরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছে Gk Guide Monthly জিকে গাইড মান্থলি ( ভার্সন - ২১)  যার মধ্যে পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ এমন  ৩১০ টি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি যেগুলো তোমরা আমাদের ডেইলি জিকে গাইডের মধ্যে পেয়ে থাক সেগুলোকে নিয়েইই মান্থলি এই পিডিএফ টি তৈরী করা হয়েছে | 

                        তবে আর দেরী না করে নিচে দেওয়া লিংক থেকে এই মূল্যবান পিডিএফ টি সংগ্রহ করে নাও একেবারে বিনামূল্যে :-

নিচে কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হলো তোমাদের বোঝার সুবিধার্থে =>


1. কোন নদীর বামতীরস্থ একটি উপনদী হলো - জাস্কর ? 
Ans : সিন্ধু 

2. কোন নদীর ডানতীরস্থ একটি উপনদী হলো - গিলগিট ? 
Ans : সিন্ধু 

3. কোন নদীর বামতীরস্থ একটি উপনদী হলো - শিওনাথ ? 
Ans : মহানদী 

4. কোন নদীর ডানতীরস্থ একটি উপনদী হলো - ওঙ্গ ? 
Ans : মহানদী 

5. কোন নদীর বামতীরস্থ একটি উপনদী হলো - পেনগঙ্গা ? 
Ans : গোদাবরী 

6. কোন নদীর ডানতীরস্থ একটি উপনদী হলো - মঞ্জিরা ? 
Ans : গোদাবরী 

7. কোন নদীর বামতীরস্থ একটি উপনদী হলো - ভীমা ? 
Ans : কৃষ্ণা

8. কোন নদীর ডানতীরস্থ একটি উপনদী হলো - মালপ্রভা ? 
Ans : কৃষ্ণা
 
9. কোন নদীর বামতীরস্থ একটি উপনদী হলো - হিমাবতী ? 
Ans : কাবেরী

10. কোন নদীর বামতীরস্থ একটি উপনদী হলো - সুবর্ণবতী ? 
Ans : কাবেরী

11. যোগমাটি বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কর্ণাটক 

12. ভারত গোল্ড মাইন্স কোন সালে স্থাপিত হয় ? 
Ans : 1972 

13. ইউরেনিয়াম করপোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কত সালে স্থাপিত হয় ? 
Ans : 1967 

14. NALCO কোন সালে স্থাপিত হয় ? 
Ans : 1981 

15. ভারতের প্রথম শিল্পনীতি কার্যকর হয় কোন সালে ? 
Ans : 1948 

16. কোন সালের শিল্পনীতি ম্যাগনাকাটা বা আধা সাংবিধানিক নামে পরিচিত ? 
Ans : 1956 

17. কোন শহর কে ভারতের কটন পলিস নামে পরিচিত ? 
Ans : মুম্বাই 

18. কোন শহর কে উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় ? 
Ans : কানপুর

19. কেন্দ্রীয় রেশমি সংস্থা কোথায় অবস্থিত ? 
Ans : ব্যাঙ্গালুরু 

20. প্রথম উলের বস্ত্র শিল্প কেন্দ্র স্থাপিত হয় কোন সালে ? 
Ans : 1876 সালে

21. ম্যাকডোনলের অধীনে একটি দুর্ভিক্ষ কমিশন গঠন করেন কে ? 
Ans : লর্ড কার্জন

22. কোন সালে থমাস রেইলির অধীনে ইউনিভার্সিটি কমিশন গঠিত হয় ? 
Ans : 1902 সালে 

23. মনক্রিফ কমিশন কোন সালে গঠিত হয় ? 
Ans : 1902 সালে 

24. সাঁওতাল বিদ্রোহ কোন সালে শুরু হয়েছিল ? 
Ans : 1899 সালে 

25. 1896-97 সালে দুর্ভিক্ষের পরে কোন কমিশন গঠিত হয় ? 
Ans : লায়াল কমিশন 

26. 1895 সালের চিত্রল অভিযান কার আমলে শুরু হয়েছিল ? 
Ans : এলগিন II

27. কোন সালে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটিজ এক্ট পাশ হয় ? 
Ans : 1904 সালে 

28. কত সালে ইন্ডিয়ান কয়েনেজ এন্ড পেপার কারেন্সি এক্ট পাশ হয় ? 
Ans : 1899 সালে
 
29. কার সভাপতিত্বে 1902 সালে একটি পুলিশ কমিশন গঠিত হয় ? 
Ans : স্যার এন্ড্রু ফ্রেজার 

30. ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ এক্ট কোন সালে পাশ হয় ? 
Ans : 1904 সালে

31. প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ম্যাচে শতরান স্কোর করেন ? 
Ans : লালা অমরনাথ

32. প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ম্যাচে একটি ইনিংসে তিনশত রান করেছেন ? 
Ans : বীরেন্দ্র সেহবাগ 

33. ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করে কোন সালে ? 
Ans : 1983 

34. প্রথম টি-20 বিশ্বকাপ জয় করে কোন দেশ ? 
Ans : ভারত (2007)

35. প্রথম ভারতীয় হিসেবে একদিবসীয় ম্যাচে হ্যাট্রিক করেন কে ? 
Ans : চেতন শর্মা 

36. টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে হন ? 
Ans : সি কে নাইডু 

37. প্রথম ভারতীয় ক্রিকেটের যিনি একদিবসীয় ম্যাচে ডবল সেঞ্চুরি করেন ? 
Ans : সচিন তেন্ডুলকর 

38. প্রথম ব্যাটসম্যান যিনি টেস্টে 10,000 রান সম্পূর্ণ করেছেন ? 
Ans : সুনীল গাভাস্কার




39. প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে দুইশত রান করেন কে ? 
Ans : মিতালি রাজ 

40. প্রথম ভারতীয় বোলার যিনি একটি ইনিংসে 10 টি উইকেট পেয়েছেন ? 
Ans : অনিল কুম্বলে

41. সোলাঙ্কি রাজপুত গোষ্ঠীর বাসস্থান কোথায় ছিল ? 
Ans : কাথিয়াওয়াড়

42. চৌহান রাজপুত গোষ্ঠীর বাসস্থান কোথায় ছিল ? 
Ans : পূর্ব রাজস্থান 

43. কম্বোডিয়ার অঙ্করভাট মন্দির কে নির্মাণ করেন ? 
Ans : খামের রাজ দ্বিতীয় সূর্যবর্মন

44. জয়দেবের গীতগোবিন্দ কোন ভাষায় লেখা ? 
Ans : সংস্কৃত 

45. চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 
Ans : বিজয়ালয়

46. কোন চোল সম্রাট মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ জয় করেন ? 
Ans : প্রথম রাজরাজ 

47. প্রথম রাজেন্দ্র এর অন্যতম প্রধান কীর্তি কি ছিল ? 
Ans : বাংলা আক্রমন 

48. বিক্রম চোল কোন উপাধি গ্রহণ করেছিলেন ? 
Ans : ত্যাগ সমুদ্র 

49. কুলতুঙ্গ কোন উপাধি গ্রহণ করেছিলেন ? 
Ans : সংগম তবর্ত 

50. চোল স্থাপত্যের মন্দিরের দেওয়ালে বিরাট বিরাট তোরণগুলিকে কি বলা হত ? 
Ans : গোপুরম

51. শ্বসনের সাইট্রিক এসিড চক্র কে আবিষ্কার করেন ? 
Ans : হ্যানস ক্রেবস

52. প্রাণীদেহে শ্বসন প্রকৃতি কে আবিষ্কার করেন ? 
Ans : এ এল ল্যাভয়সিয়ে

53. ভারতীয় শল্যচিকিৎসার জনক কাকে বলা হয় ? 
Ans : সুশ্রুত

54. জেনেটিক কোড কে আবিষ্কার করেন ? 
Ans : হরগোবিন্দ খোরানা 

55. নিউক্লিয়াসে নামকরণ ও তার বর্ণনা কে আবিষ্কার করেন ? 
Ans : রবার্ট ব্রাউন

56. সালোকসংশ্লেষের কেলভিন চক্র কে আবিষ্কার করেন ? 
Ans : মেলভিন কেলভিন 

57. প্রতিবর্ত ক্রিয়া কে আবিষ্কার করেন ? 
Ans : আইভান প্যাভলভ
 
58. সালোকসংশ্লেষের ফটোলাইসিস প্রথম পর্যবেক্ষণ কে করেন ? 
Ans : রোবিন হিল

59. বাস্পমোচন টান এবং জলের সমসংযোগ মতবাদ কে আবিষ্কার করেন ? 
Ans : ডিক্সন ও জলি 

60. জার্মপ্লাজম মতবাদ কে আবিষ্কার করেন ? 
Ans : অগাস্ট ভাইসম্যান

🎯 61. ইউনাইটেড নেশন্স অর্গানাইজেশন (UNO) কবে স্থাপিত হয় ? 
Ans : 1945 সালে
 
🎯 62. ইউনাইটেড নেশন্স ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড (UNICEF) কবে স্থাপিত হয় ? 
Ans : 1946 সালে

🎯 63. ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (IAEA) কবে স্থাপিত হয় ? 
Ans : 1957 সালে 

🎯 64. ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (IFAD) কবে স্থাপিত হয় ? 
Ans : 1977 সালে 

🎯 65. ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF) কবে স্থাপিত হয় ? 
Ans : 1945 সালে 

🎯 66. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কবে স্থাপিত হয় ? 
Ans : 2015 সালে 

🎯 67. ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO) কবে স্থাপিত হয় ? 
Ans : 1945 সালে 

🎯 68. ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC) কবে স্থাপিত হয় ? 
Ans : 1894 সালে
 
🎯 69. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) কবে স্থাপিত হয় ? 
Ans : 1966 সালে

🎯 70. ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO) কবে স্থাপিত হয় ? 
Ans : 1919 সালে

71. পদ্মায়নী আঞ্চলিক নৃত্য টি কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : কেরল 

72. পাভার নাচ আঞ্চলিক নৃত্য টি কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : মহারাষ্ট্র 

73. ধোলচলম আঞ্চলিক নৃত্য টি কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : মণিপুর

 

বাকি প্রশ্নগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও 


File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 700 kb
No. of Pages : 12 


Also Download :

Post a Comment

0 Comments