Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৬৬৭
☯ 1. সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ?
Ans : জে এল নেহেরু
☯ 2. সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত ক্রেডেনশিয়াল কমিটির সভাপতি কে ছিলেন ?
Ans : আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার
☯ 3. সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত পতাকা কমিটির সভাপতি কে ছিলেন ?
Ans : ড: রাজেন্দ্র প্রসাদ
☯ 4. সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত হাউস কমিটির সভাপতি কে ছিলেন ?
Ans : পট্টভি সীতারামাইয়া
☯ 5. সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন ?
Ans : বি আর আম্বেদকর
☯ 6. সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত অর্ডার অফ বিজনেস কমিটির সভাপতি কে ছিলেন ?
Ans : কে এম মুন্সি
☯ 7. 1946 সালে গঠিত ভারতের অন্তর্বর্তী সরকারের কর্ম, খনি ও শক্তি বিভাগের প্রধান কে ছিলেন ?
Ans : সি এইচ ভাবা
☯ 8. 1946 সালে গঠিত ভারতের অন্তর্বর্তী সরকারের আইন বিভাগের প্রধান কে ছিলেন ?
Ans : যোগেন্দ্রনাথ মন্ডল
☯ 9. 1946 সালে গঠিত ভারতের অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা বিভাগের প্রধান কে ছিলেন ?
Ans : বলদেব সিং
☯ 10. 1946 সালে গঠিত ভারতের অন্তর্বর্তী সরকারের খাদ্য ও কৃষি বিভাগের প্রধান কে ছিলেন ?
Ans : রাজেন্দ্র প্রসাদ

0 Comments
Please do not share any spam link in the comment box