Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৬৬০
◆ 1. কত সালে ব্রিটিশ সরকার দ্বারা বিধবা বিবাহ আইন প্রবর্তন করানো হয় ?
Ans : 1856 সালে
◆ 2. কলেরা কি বাহিত রোগ ?
Ans : জলবাহিত রোগ
◆ 3. কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?
Ans : ইথিলিন
◆ 4. মন্ট্রিল প্রটোকলের সঙ্গে কোন বিষয় জড়িত ?
Ans : ওজোন স্তর ক্ষয়
◆ 5. 'Midnight Children' বইটির লেখক হলেন ?
Ans : সালমান রুশদি
◆ 6. চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে ?
Ans : সুন্দরলাল বহুগুনা
◆ 7. মানবদেহে BMR বাড়ায় কোন হরমোন ?
Ans : থাইরক্সিন
◆ 8. আলোর ক্ষুদ্রতম কণিকার নাম কি ?
Ans : ফোটন কণা
◆ 9. নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ?
Ans : স্থায়ী 5 এবং অস্থায়ী 10
◆ 10. ওজন স্তরের সর্বাধিক ক্ষয় দেখা যায় -
Ans : আন্টার্কটিকা অঞ্চলে

0 Comments
Please do not share any spam link in the comment box