Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৬৪৯
★ 1. এশিয়া প্যাসিফিক ইকোনমিক ফোরাম (APEC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans : সিঙ্গাপুর
★ 2. কার্জন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
Ans : পোল্যান্ড ও রাশিয়া
★ 3. কাইগা এটমিক পাওয়ার প্লান্ট কোন রাজ্যে অবস্থিত ?
Ans : কর্ণাটক
★ 4. আন্তর্জাতিক আম উৎসব কোন দেশে দেখা যায় ?
Ans : ভারত
★ 5. হুমায়ুন টম্ব কোথায় অবস্থিত ?
Ans : দিল্লী
★ 6. ফতেপুর সিকরি কোথায় অবস্থিত ?
Ans : উত্তর প্রদেশ
★ 7. মহাবলীপুরম মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
Ans : তামিলনাড়ু
★ 8. মাউন্ট ইসো পর্বতশৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত ?
Ans : মনিপুর
★ 9. মহাত্মা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
Ans : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
★ 10. চান্দলী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
Ans : মহারাষ্ট্র

0 Comments
Please do not share any spam link in the comment box