Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৬৫৪

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৬৫৪


Bengali GK Guide



✿ 1. ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র কোনটি ?
Ans : পৃথ্বী

✿ 2. কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলে ? 
Ans : মুম্বাই 

✿ 3. পটল গাছের মুকুল কোথায় দেখা যায় ? 
Ans : মূলে 

✿ 4. ফুসফুসের ফাইব্রোসিস রোগের প্রধান কারণ কি ? 
Ans : সালফার ডাই অক্সাইড 

✿ 5. ভাইরাস হলো একটি ____ উপাদান ? 
Ans : জৈব 

✿ 6. লেবুতে কোন ভিটামিন বেশি থাকে ? 
Ans : ভিটামিন C

✿ 7. বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত ? 
Ans : পালি 

✿ 8. লবন সত্যাগ্রহ কবে হয়েছিল ? 
Ans : 1930 সালে

✿ 9. ভারতে কোন রাজ্য প্রথম ভ্যাট চালু হয় ? 
Ans : হরিয়ানা 

✿ 10. আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন কে ? 
Ans : সিকান্দার লোদী







Post a Comment

0 Comments