Monthly Current Affairs in Bengali | Month of June 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |
তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।
জুন মাস শেষ 1 থেকে 30 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে June Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-
কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ
গুরুত্বপূর্ণ দিবস
➲ গত 3 রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস (World Bicycle Day) পালিত হলো
➲ এবছরের 5 ই জুন 50 তম বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো, এবছরের থিম - 'Only One Earth'
➲ প্রতিবছর 7 ই জুন ওয়ার্ল্ড ফুড সেফটি দিবস পালিত হয়, এবছরের থিম - 'Safer food, better health'
➲ প্রতিবছর 8 ই জুন World Ocean দিবস পালিত হয়, এবছরের থিম - "Revitalization: collective action for the ocean"
➲ প্রতিবছর 9 ই জুন World Accreditation দিবস পালিত হয়, এবছরের থিম - "Accreditation: Sustainability in Ecinomic Growth and the Environment"
➲ প্রতি বছর 20 ই জুন বিশ্ব রিফিউজি দিবস পালিত হয়, এবছরের থিম - Together we heal, learn and shine
➲ প্রতিবছর 25 শে জুন International Day of Seafarers পালিত হয়, এবছরের থিম - Seafarers: at the core of shipping's future
➲ প্রাক্তন SBI এক্সিকিউটিভ নটরঞ্জন সুন্দর কে ন্যাশনাল অ্যাসেটস রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (NARCL) MD ও CEO পদে নিযুক্ত করা হলো
➲ The Meta এর নতুন চিফ অপারেটিং অফিসার পদের দায়িত্ব নিতে চলেছেন Javier Olivan, আগে এই পদে ছিলেন Sheryl Sandberg
➲ মার্কেট রেগুলেটর SEBI এর Whole Time Member হিসেবে দায়িত্ব নিলেন SBI এর প্রাক্তন MD অশ্বিনী ভাটিয়া
➲ পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (MD) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এস কৃষ্ণান অবসর গ্রহণ করলেন
➲ কানাড়া ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর A Manimekhalai কে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন MD ও CEO পদে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন , এর আগে এই পদে ছিলেন রাজকিরণ রাই জি
➲ পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংকের MD ও CEO পদের দায়িত্ব নিলেন স্বরূপ কুমার সাহা, এর আগে এই পদে ছিলেন এস কৃষ্ণান
➲ আলবেনিয়ার নতুন রাষ্ট্রপতি পদে মেজর বাজিরাম বেগজ কে নির্বাচিত করা হলো
➲ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব নিলেন আলোক কুমার চৌধুরী
➲ ইন্টারন্যাশনাল এলুমিনিয়াম ইনস্টিটিউট এর নতুন চেয়ারম্যান পদের দায়িত্ব নিতে চলেছেন সতীশ পাই
➲ IMF এর এশিয়া এন্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের (APD) ডিরেক্টর পদে ভারতের কৃষ্ণা শ্রীনিবাসন কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন Changyong Rhee
➲ প্রসার ভারতী এর CEO মায়াঙ্ক কুমার কে দুরদর্শন ও দুরদর্শন নিউজের (DD) ডিরেক্টর পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো
➲ RBL ব্যাংকের MD ও CEO পদে R Subramaniakumar কে নিযুক্ত করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক
➲ ইউনাইটেড নেশন্স এর আন্ডার সেক্রেটারি জেনারেল পদে বাংলাদেশের রাবাব ফাতিমা কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন Courtenay Rattray
➲ কর্ণাটকের লোকায়ুক্ত পদে শপথ গ্রহণ করলেন রাজ্য হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বি এস পাটিল
➲ 2022-23 বর্ষের জন্য সেলুলার অপারেটর'স এসোসিয়েশন অফ ইন্ডিয়ার (COAI) চেয়ারপার্সন পদে প্রমোদ কে মিত্তল কে নিযুক্ত করা হলো
➲ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার (PCI) প্রধান পদের দায়িত্ব নিতে চলেছেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই
➲ সোমালিয়ার রাষ্ট্রপতি পদে Hamza Abdi Barre কে নিযুক্ত করা হলো
➲ ইন্দো-আমেরিকান Sowmyanarayan Sampath কে Verizon Business এর CEO পদে নিযুক্ত করা হলো
➲ ভারতীয় রিজার্ভ ব্যাংকের সেন্ট্রাল বোর্ডে আনন্দ মাহিন্দ্রা, পঙ্কজ আর প্যাটেল এবং ভেনু শ্রীনিবাসন কে নিযুক্ত করা হলো
➲ উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি পদে ভিপিন সাংঘাই কে, তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উজ্জ্বল ভুয়ান কে, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে আমজাদ এহতেশাম সায়েদ কে, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শিনদে সাম্ভাজি শিবাজী কে এবং গৌহাটি হাইকোর্টের বিচারপতি পদে রাশমিন এম ছায়া কে নিযুক্ত করা হলো
➲ সম্মিলিত জাতিপুঞ্জে (UN) ভারতের স্থায়ী প্রতিনিধি পদে রুচিরা কম্বোজ কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন TS Tirumurti
➲ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) ডিরেক্টর জেনারেল পদে আইপিএস অফিসার দিনকার গুপ্ত কে নিযুক্ত করা হলো
➲ কলম্বিয়ার রাষ্ট্রপতি পদে Gustavo Petro কে নির্বাচিত করা হলো
➲ AIFF অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান পদে রঞ্জিত বাজাজ কে নিযুক্ত করা হলো
➲ Gift City তে NDB এর ইন্ডিয়া রিজিওনাল অফিসে ড: ডি জে পান্ডিয়ান কে নিযুক্ত করা হলো
➲ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এসোসিয়েশনের (FICA) প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে Lisa Sthalekar কে নিযুক্ত করা হলো
➲ বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান পদে এস এস মুন্দ্রা কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন বিক্রমজিত সেন
➲ নীতি আয়োগের নতুন CEO হতে চলেছেন Parameswaran Iyer, এর আগে এই পদে ছিলেন অমিতাভ কান্ত
➲ ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের (IOA) অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পদে অনিল খান্না কে নিযুক্ত করা হলো
➲ ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এর নতুন ডিরেক্টর পদে তপন কুমার ডেকা কে নিযুক্ত করা হলো
➲ রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং (RAW) এর চিফ পদে সামান্ত কুমার গোয়েল কে পুনরায় নিযুক্ত করা হলো
➲ ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশনের (IWF) প্রেসিডেন্ট পদে মহম্মদ জালুদ কে নিযুক্ত করা হলো
➲ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) এর নতুন চেয়ারম্যান হিসেবে আইআরএস অফিসার নিতিন গুপ্ত কে নিযুক্ত করা হলো
সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও -
File Type : PDF
File Location : Google Drive
File Size : 800 kb
No. of Pages : 14



0 Comments
Please do not share any spam link in the comment box