৩০০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য | জিকে গাইড মান্থলি (ভার্সন - ২০ ) | Gk Guide Monthly [PDF] Version 20.0
হ্যালো বন্ধুরা ,
তোমাদের প্রত্যেককে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | বন্ধুরা সামনে Rail Group D , WBP Police, WBP SI, WBCS এর মত পরীক্ষা আগত তাই সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই আমরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছে Gk Guide Monthly জিকে গাইড মান্থলি ( ভার্সন - ২০) যার মধ্যে পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ এমন ৩০০ টি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি যেগুলো তোমরা আমাদের ডেইলি জিকে গাইডের মধ্যে পেয়ে থাক সেগুলোকে নিয়েইই মান্থলি এই পিডিএফ টি তৈরী করা হয়েছে |
তবে আর দেরী না করে নিচে দেওয়া লিংক থেকে এই মূল্যবান পিডিএফ টি সংগ্রহ করে নাও একেবারে বিনামূল্যে :-
নিচে কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হলো তোমাদের বোঝার সুবিধার্থে =>
❑ 1.
সংসদের দুই কক্ষের যুগ্ম অধিবেশনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
Ans : অস্ট্রেলিয়া
Ans : অস্ট্রেলিয়া
❑ 2. কোন সালের নাগরিকত্ব আইনকে সংশোধনের জন্য 2016 সালে এই বিলটি প্রথমবার লোকসভায় উত্থাপন করা হয় ?
Ans : 1955
❑ 3. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার কোন ধারায় উল্লেখিত ?
Ans : ধারা 29 - 30
❑ 4. মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার ছিল ?
Ans : 7 টি
❑ 5. ধারা - 31 কে কোন সালে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ?
Ans : 1978
❑ 6. রাজ্যসভার সদস্য হতে গেলে নূন্যতম কত বয়স হতে হবে ?
Ans : 30 বছর
❑ 7. বিধানসভার সদস্য হতে গেলে নূন্যতম কত বয়স হতে হবে ?
Ans : 25 বছর
❑ 8. রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারেন ?
Ans : 12 জন
❑ 9. ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন ?
Ans : সর্দার বল্লভভাই প্যাটেল
❑ 10. ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন ?
Ans : জওহরলাল নেহেরু
⧩ 11. পূর্ব ও মধ্য-দক্ষিণ আফ্রিকায় কোন ধরনের জলবায়ু দেখা যায় ?
Ans : সাভানা জলবায়ু
⧩ 12. পশ্চিম-পূর্ব এশিয়া, উত্তর অস্ট্রেলিয়ায় কোন ধরনের জলবায়ু দেখা যায় ?
Ans : উষ্ণ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
⧩ 13. টাকলা মাকান মরুভূমি কোন দেশে অবস্থিত ?
Ans : চীন
⧩ 14. কারাকুম মরুভূমি কোন দেশে অবস্থিত ?
Ans : তুর্কমেনিস্তান
⧩ 15. মাঞ্চুরিয়ান অঞ্চল দেখা যায় কোন দেশে প্রধানত ?
Ans : রাশিয়া
⧩ 16. সম মেঘাচ্ছন্নতা যুক্ত স্থানকে যুক্তকারী রেখা কে কি বলে ?
Ans : আইসোনেফ
⧩ 17. সবচেয়ে লবণতা পূর্ণ সমুদ্র টি হলো ?
Ans : ডেড সি
⧩ 18. ব্রিটিশ কলম্বিয়া ও আলাস্কা উপকূল বরাবর কোন স্রোত প্রবাহিত হয় ?
Ans : আলাস্কা স্রোত
⧩ 19. পশ্চিম আফ্রিকার উপকূলে কোন স্রোত প্রবাহিত হয় ?
Ans : গিনিয়া স্রোত
⧩ 20. পেরু স্রোত কোন মহাসাগরীয় স্রোত ?
Ans : শীতল প্রকৃতির প্রশান্ত মহাসাগরীয় স্রোত
➲ 21. এম এস গোলওয়ালকর - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : গুরুজি
➲ 22. জয়প্রকাশ নারায়ণ - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : লোকনায়ক
➲ 23. পন্ডিত মদনমোহন মালব্য - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : মহামান্য
➲ 24. শেখ মহম্মদ আবদুল্লা - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : শের-ই-কাশ্মীর
➲ 25. চক্রবর্তী রাজাগোপালাচারী - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : রাজাজি
➲ 26. শেখ মুজিবর রহমান - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : বঙ্গবন্ধু
➲ 27. দাদাভাই নৌরজি - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া
➲ 28. টি প্রকাশম - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : অন্ধ্র কেশরি
➲ 29. জয়নুল আবেদিন - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : কাশ্মীরের আকবর
➲ 30. ভগৎ সিং - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : শহিদ-এ-আজম
✍ 31. ইউক্যারিওটিক কোশের মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের রাইবোজোমের প্রকৃতি হল ?
Ans : 70S
✍ 32. মসৃন ER এর কাজ কি ?
Ans : প্রোটিন সংশ্লেষ
✍ 33. কোশপর্দার বাইরে অবস্থিত গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডের আস্তরণকে বলে ?
Ans : গ্লাইকোক্যালিক্স
✍ 34. কোশে টাইট-জংশন এই কাজ হলো ?
Ans : কোশান্তর স্থান থেকে পদার্থের প্রবেশে বাধা দেওয়া
✍ 35. DNA gyrase উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের জন্য হল ?
Ans : লিপিড জৈব-সংশ্লেষ
✍
36. প্রাণীদেহের দীর্ঘতম কোশ কোনটি ?
Ans : স্নায়ুকোশ বা নিউরোন
Ans : স্নায়ুকোশ বা নিউরোন
✍ 37. রোডোপ্লাস্ট এর কাজ কি ?
Ans : লাল বর্ণযুক্ত, ফল ও বীজের বিস্তারে সাহায্য করে
✍ 38. সেন্ট্রজোম কে আবিষ্কার করেন ?
Ans : ভ্যান বেনেডেন
✍ 39. কোশের কেন্দ্রীয় দানাদার সাইটোপ্লাজম কে কি বলা হয় ?
Ans : এন্ডোপ্লাজম
✍ 40. কোন ধরনের প্লাস্টিডে প্রোটিনজাতীয় খাদ্য সঞ্চিত থাকে ?
Ans : অ্যালিউরোপ্লাস্ট
➤ 41. আলাস্কা স্রোতের প্রকৃতি কি রূপ ?
Ans : উষ্ণ প্রকৃতির
➤ 42. পেরু স্রোতের প্রকৃতি কি রূপ ?
Ans : শীতল প্রকৃতির
➤ 43. মোজাম্বিক স্রোত কোন মহাসাগরীয় স্রোত ?
Ans : ভারত মহাসাগর
➤ 44. আগালহাস স্রোত কোন মহাসাগরীয় স্রোত ?
Ans : ভারত মহাসাগর
➤ 45. ভিক্টরিয়া লেক থেকে উৎপত্তি প্রাপ্ত নীল নদ কোথায় পতিত হয়েছে ?
Ans : ভূমধ্যসাগর
➤ 46. কুনলুন পর্বতমালা থেকে উৎপত্তিপ্রাপ্ত হোয়াংহো নদী কোথায় পতিত হয়েছে ?
Ans : গাল্ফ অব চিলি
➤ 47. বিশ্বের গভীরতম লেক কোনটি ?
Ans : কাস্পিয়ান সাগর
➤ 48. জাভা ট্রেঞ্চ কোন মহাসাগরের গভীরে অবস্থিত ?
Ans : ভারত মহাসাগর
➤ 49. বিশ্বের বৃহত্তম উপসাগর টি কোনটি ?
Ans : মেক্সিকান উপসাগর
➤ 50. বাব-আল-মানদেব প্রণালী কোন দুই সাগরের মধ্যে অবস্থিত ?
Ans : লোহিত সাগর ও আরব সাগর
☯ 51. রবি - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ?
Ans : সিন্ধু
☯ 52. কোন স্থানে অলকানন্দা মন্দাকিনির সাথে মিলিত হয়েছে ?
Ans : রুদ্রপ্রয়াগে
☯ 53. কেন - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ?
Ans : যমুনা
☯ 54. ধানসিরি - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ?
Ans : ব্রহ্মপুত্র
☯ 55. পৃথিবীর বৃহত্তম নদী-দ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অসম
☯ 56. শিবনাথ - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ?
Ans : মহানদী
☯ 57. মঞ্জিরা - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ?
Ans : গোদাবরী
☯ 58. পশ্চিমঘাটের ব্রহ্মগীর শ্রেণি থেকে উৎপত্তি লাভ করেছে কোন নদী ?
Ans : কাবেরী
☯ 59. তাওয়া - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ?
Ans : নর্মদা
☯ 60. কোন স্থান থেকে লুনি নদী উৎপত্তি লাভ করেছে ?
Ans : আরাবল্লী পর্বতমালা
★ 61. অশোকের শিলালিপি জেমস প্রিন্সেপ কত সালে পাঠোদ্ধার করেন ?
Ans : 1837 সালে
★ 62. অশোকের নির্দেশাবলী কোন লিপিতে রচিত হয়েছিল ?
Ans : ব্রামহী লিপি
★ 63. কত সালে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস কে পরাজিত করেন ?
Ans : 305 খ্রিস্টপূর্ব
★ 64. কোন বৌদ্ধ সন্ন্যাসী বিন্দুসারকে দুটি সমুদ্রের মাঝখানে জায়গা জয় করার জন্য অনেক কৃতিত্ব দিয়েছেন ?
Ans : তারকনাথ
★ 65. বিন্দুসার অশোক কে কোন কোন স্থানে শাসনভার অর্পণ করেন ?
Ans : উজ্জয়িনী ও তক্ষশীলা
★ 66. কততম শিলালিপিতে অশোক নিজে কলিঙ্গ যুদ্ধের পর তাঁর নিজের জীবনে প্রভাব উল্লেখ করে গেছেন ?
Ans : শিলালিপি - 13
★ 67. কোন সালে অশোক কলিঙ্গ যুদ্ধ জয় করেন ?
Ans : 261 খ্রিস্টপূর্ব
★ 68. কান্ধার শিলালিপিতে অশোকের কোন উপাধির উল্লেখ রয়েছে ?
Ans : প্রিয়দর্শী
★ 69. বরাবর গুহা শিলালিপিতে অশোকের কোন উপাধির উল্লেখ রয়েছে ?
Ans : প্রিয়াদাসীরাজা
★ 70. অশোক তার পুত্র ও কন্যাকে সিংহলে পাঠিয়েছিলেন, তার পুত্র ও কন্যার নাম কি ছিল ?
Ans : পুত্র - মহেন্দ্র ও কন্যা - সঙ্গমিত্রা
বাকি প্রশ্নগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও
File Details ::
File Type : PDF
File Location : Google Drive
File Size : 700 kb
No. of Pages : 12
File Location : Google Drive
File Size : 700 kb
No. of Pages : 12
Download :: Click Here To Download
Also Download :
◆ ৩১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর [PDF] ( ভার্সন - 12 )
◆ ৩০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর [PDF] ( ভার্সন - 11 )
◆ ৩১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর [PDF] ( ভার্সন - 10 )


0 Comments
Please do not share any spam link in the comment box