Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৬২৮

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৬২৮


Bengali GK Guide



➲ 1. বিজয়ালয় চোলেশ্বরম মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : তামিলনাড়ু 

➲ 2. বৃহদেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : তামিলনাড়ু

➲ 3. চোল শাসক কুলোতুঙ্গ এর উপাধি কি ছিল ? 
Ans : সংগম তবর্ত 

➲ 4. চোল শাসক প্রথম প্রান্তক এর উপাধি কি ছিল ? 
Ans : মদিরাই কোন্ড

➲ 5. কোন নদীর তীরে 'গঙ্গোইকোন্ডা চোলপুরম' নামে চোলদের নতুন রাজধানী স্থাপিত হয় ? 
Ans : কাবেরীর তীরে

➲ 6. চোলদের শাসনকালে গ্রামের সকল প্রাপ্ত বয়স্ক মানুষদের নিয়ে কি গঠিত হত ? 
Ans : উর 

➲ 7. চোল সাম্রাজ্যের যুগে একাদশ-দ্বাদশ শতকে ব্রোঞ্জ নির্মিত কোন মূর্তিটি উল্লেখযোগ্য ? 
Ans : নটরাজ মূর্তি 

➲ 8. তামিলনাড়ুর ঐরাবতেশ্বর মন্দির কে নির্মাণ করেন ? 
Ans : দ্বিতীয় রাজরাজ 

➲ 9. সিংহলের রাজধানী যা প্রথম রাজরাজ ধ্বংস করেছিল সেটি হলো ? 
Ans : অনুরাধাপুর

➲ 10. কোন চোল রাজার আমলে চেরাদের পরাজিত করার জন্য শক্তিশালী নৌবাহিনী গঠিত হয় ? 
Ans : প্রথম রাজরাজ











Post a Comment

0 Comments