Monthly Current Affairs in Bengali | Month of October, 2021 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

 

Monthly Current Affairs in Bengali | Month of October, 2021 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |



Monthly Current Affairs in Bengali

Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                   October মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে October Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 


প্রতিবছর 1 লা অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস পালন করা হয়, এছাড়া এই দিনটি বিশ্ব নিরামিষ দিবস হিসেবে পালন করা হয়

প্রতিবছর 2 রা অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়

 প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার ( এ বছর 4 ই অক্টোবর ) ওয়ার্ল্ড হ্যাবিটাট দিবস পালন করা হয়, এ বছরের থিম – ‘Accelerating urban action for a carbon-free world’ 

প্রতিবছর 2 রা অক্টোবর থেকে 8 ই অক্টোবর জাতীয় বন্যপ্রাণ সপ্তাহ পালন করা হয়, এ বছরের থিম – ‘Forests and Livelihoods : Sustaining People and Planet’

প্রতিবছর 5 ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়, এবছরের থিম – Teachers at the heart of education recovery

প্রতিবছর 4 ই অক্টোবর থেকে 10 ই অক্টোবর পর্যন্ত বিশ্ব মহাকাশ সপ্তাহ পালন করা হয়, এ বছরের থিম – Women in Space

প্রতিবছর 8 ই অক্টোবর ভারতীয় বায়ু সেনা দিবস পালন করা হয়, এছাড়াও এই বছরের 8 ই অক্টোবর বিশ্ব ডিম দিবস (অক্টোবরের দ্বিতীয় শুক্রবার পালিত হয় প্রতিবছর ) পালিত হল , এবছরের থিম – Eggs for all : Nature’s perfect package

প্রতিবছর 9 ই অক্টোবর বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়, এ বছরের থিম – Sing, Fly, Soar – Like a Bird !, এছাড়াও এই দিনটি বিশ্ব ডাক দিবস হিসেবেও পালিত হয়, এবছরের থিম – Innovate to recover

প্রতিবছর 10 ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়, এবছরের থিম – Mental health in an unequal world

প্রতিবছর 11 ই অক্টোবর আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালন করা হয়, এ বছরের থিম - 'Digital generation. Our generation'

প্রতিবছর 12 ই অক্টোবর বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালন করা হয়, এবছরের থিম – Don’t Delay, Connect Today : Time2Work

প্রতিবছর 14 ই অক্টোবর International E-Waste Day পালন করা হয়, এবছরের থিম – Consumer is the key to Circular Economy, এছাড়াও এই দিনটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস দিবস হিসেবে পালন করা হয়, এবছরের থিম – Standards for sustainable development goals – shared vision for a better world 

প্রতিবছর ভারতের মিসাইল ম্যান প্রাক্তন রাষ্ট্রপতি ড: এপিজে আব্দুল কালাম এর জন্মবার্ষিকী উপলক্ষে 15 ই অক্টোবর বিশ্ব ছাত্র দিবস পালন করা হয়, এবছরের থিম – Learning for people, planet, prosperity and peace

প্রতিবছর 16 ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়, এবছরের থিম – Safe food now for a healthy tomorrow

প্রতিবছর 17 ই অক্টোবর আন্তর্জাতিক দারিদ্রতা দূরীকরণ দিবস হিসেবে পালন করা হয়, এবছরের থিম – Building Forward Together : Ending Persistent Poverty, Respecting all People and our Planet

প্রতিবছর 20 ই অক্টোবর বিশ্ব অস্টিওপরোসিস দিবস পালন করা হয়, এবছর বিশ্ব অস্টিওপরোসিস দিবস ক্যাম্পেইন থিম – Serve Up Bone Strength, এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক Chef’s দিবস হিসেবেও পালিত হয়, এবছরের থিম – Healthy Food for the Future

প্রতিবছর 22 শে অক্টোবর International Stuttering Awareness Day পালিত হয়, এ বছরের থিম – Speak the change you wish to see

অ্যাভোগাড্র সংখ্যার মতো যুগান্তকারী আবিস্কারের স্মৃতির উদ্দেশ্যে প্রতিবছর 23 শে অক্টোবর মোল দিবস পালন করা হয়, এবছরের থিম – DispicaMole Me, এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক তুষার চিতা দিবস হিসেবে পালিত হয় 

প্রতিবছর 24 শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয়, এবছরের থিম – One Day. One Focus : Ending Polio – delivering on our promise of a polio-free world !, এছাড়াও এই দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবেও পালিত হয়, এবছরের থিম – Recovering better for an equitable and sustainable world

2002 সাল থেকে প্রতি বছর 28 শে অক্টোবর আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস পালন করা হয়

প্রতিবছর 29 শে অক্টোবর World Psoriasis Day পালন করা হয়, এবছরের থিম – Uniting for action, এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক ইন্টারনেট দিবস হিসেবেও পালিত হয় 

প্রতিবছর 31 শে অক্টোবর ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়, এছাড়াও এই তারিখটি World Cities Day এবং World Thrift Day হিসেবেও পালন করা হয়



 
 নিয়োগ সমূহ 

অটোমোটিভ স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল (ASDC) এর প্রেসিডেন্ট পদে বিনোদ আগারওয়াল কে নিযুক্ত করা হলো 

ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যাডভার্টাইজার ( ISA ) এর চেয়ারম্যান পদে সুনীল কাটারিয়া কে নিযুক্ত করা হলো

সাস্টেনেবল ফাইন্যান্স এর উপর গঠিত ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অর্থরিটি এর নতুন এক্সপার্ট প্যানেলের মুখ্য দায়িত্বে থাকবেন সি কে মিশ্র 

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোসিটরিজ ( NSDL ) এর MD এবং CEO পদে পদ্মজা চুন্দুরু কে নিযুক্ত করা হলো

কেন্দ্রীয় সরকার মহানগর টেলিফোন নিগম লিমিটেড (MTNL) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে পি কে পুরয়ার আরো এক বছরের জন্য বহাল রাখলো 

এয়ার মার্শাল সন্দীপ সিং ইন্ডিয়ান এয়ার ফোর্সের ভাইস-চিফ পদের দায়িত্ব নিলেন 

মেঘালয় রাজ্যের মুখ্য সচিব পদে আইএএস অফিসার Rebecca Vanessa Suchiang কে নিযুক্ত করা হলো 

ইন্ডিয়ান স্টিল এসোসিয়েশনের সেক্রেটারি-জেনারেল এবং এক্সিকিউটিভ প্রধান পদে অলোক সহায় কে নিযুক্ত করা হলো 

কম্পিটিশন কমিশন প্রধান অশোক কুমার গুপ্ত কে ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি (NFRA) এর চেয়ারপার্সন পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো

টিউনিশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে Najla Bouden Romdhane কে নিযুক্ত করা হলো 

উত্তরপ্রদেশের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রডাক্ট স্কিমের ব্র্যান্ড আম্বাসাডর পদে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কে নিযুক্ত করা হলো 

দ্বিতীয়বারের জন্য ইথিওপিয়া এর প্রধান মন্ত্রী পদের শপথ গ্রহন করলেন অ্যাবি আহমেদ 

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব নিলেন বি সি পটনায়েক 

CRISIL সংস্থার ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে অমিশ মেহতা কে নিযুক্ত করা হলো

আরো পড়ুন :-


কনজিউমার ইলেকট্রনিক্স এন্ড অ্যাপ্ল্যায়েন্সেস ম্যানুফ্যাকচারস এসোসিয়েশনের (CEAMA) প্রেসিডেন্ট পদে এরিক ব্রাগাঞ্জা কে নিযুক্ত করা হলো

ক্রিপট কারেন্সি সচেনতনতা বাড়িয়ে তুলতে CoinDCX বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো

পারাদ্বীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন পি এল হারানাথ 

মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস এর সেক্রেটারি পদে এম রবিচন্দ্রন কে নিযুক্ত করা হলো

এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অরুন কুমার মিশ্র কে নিযুক্ত করা হলো 

এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অরুন কুমার মিশ্র কে নিযুক্ত করা হলো 

অস্ট্রিয়ার নতুন চান্সেলর পদে Alexander Schellenberg কে নিযুক্ত করা হলো 

প্রাক্তন SBI চেয়ারম্যান রাজনিশ কুমার কে BharatPe এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা পদে অমিত খারে কে নিযুক্ত করা হলো 

বিখ্যাত স্মার্টওয়াচ ব্র্যান্ড Fire-Boltt ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো 

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে রীতেশ চৌহান কে নিযুক্ত করা হলো 

হসপিটালিটি ফার্ম OYO পদক জয়ী প্যারালিম্পিয়ান দীপা মালিক কে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে নিযুক্ত করলো 

ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান পদে সজ্জন জিন্দাল কে নিযুক্ত করা হলো 

UCO ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে এ কে গোয়েল কে নির্বাচিত করা হলো 

গুজরাট হাইকোর্টের মুখ্য বিচারপতি পদের দায়িত্ব নিলেন বিচারপতি অরবিন্দ কুমার 

কর্নাটক ব্যাঙ্ক এর চেয়ারম্যান পদে প্রদীপ কুমার পাঁজা কে নিযুক্ত করা হলো 

নরওয়ের নতুন প্রধানমন্ত্রী পদের দায়িত্বে নিলেন Jonas Gahr Store

ইন্সলভেন্সী এন্ড ব্যাঙ্কক্রাপ্টসি বোর্ড অফ ইন্ডিয়া (IBBI) এর চেয়ারপার্সন পদের অতিরিক্ত দায়িত্ব নভরং সাইনি কে দেওয়া হলো  


সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও - 


File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 1.14 mb
No. of Pages : 15 


Also Download :

Post a Comment

0 Comments