৩১০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য | জিকে গাইড মান্থলি (ভার্সন - ১২ ) | Gk Guide Monthly [PDF] Version 12.0

 

৩১০  টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য | জিকে গাইড মান্থলি (ভার্সন - ১২ ) | Gk Guide Monthly [PDF] Version 12.0




Gk Guide Monthly

 হ্যালো বন্ধুরা , 

                        তোমাদের প্রত্যেককে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | বন্ধুরা সামনে Rail , WBP Police, WBP SI, WBCS এর মত পরীক্ষা আগত তাই সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই আমরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছে Gk Guide Monthly জিকে গাইড মান্থলি ( ভার্সন - ১২ ) যার মধ্যে পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ এমন  ৩১০ টি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি যেগুলো তোমরা আমাদের ডেইলি জিকে গাইডের মধ্যে পেয়ে থাক সেগুলোকে নিয়েইই মান্থলি এই পিডিএফ টি তৈরী করা হয়েছে | 

                        তবে আর দেরী না করে নিচে দেওয়া লিংক থেকে এই মূল্যবান পিডিএফ টি সংগ্রহ করে নাও একেবারে বিনামূল্যে :-

নিচে কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হলো তোমাদের বোঝার সুবিধার্থে =>


➲ 1. ওব নদী উৎপত্তি লাভ করেছে কোন স্থান থেকে ? 
Ans : আলতাই পর্বত 

➲ 2. ইনিসি নদী উৎপত্তি লাভ করেছে কোন স্থান থেকে ? 
Ans : সায়ান পর্বত 

➲ 3. লেনা নদী উৎপত্তি লাভ করেছে কোন স্থান থেকে ? 
Ans : বৈকাল পর্বত

➲ 4. আমুর নদী উৎপত্তি লাভ করেছে কোন স্থান থেকে ? 
Ans : ইয়াব্লোনয় পর্বত

➲ 5. হোয়াংহো নদী উৎপত্তি লাভ করেছে কোন স্থান থেকে ? 
Ans : কুয়েনলুন পর্বত 

➲ 6. ইয়াং-সি-কিয়াং নদী উৎপত্তি লাভ করেছে কোন স্থান থেকে ? 
Ans : তিব্বত মালভূমি 

➲ 7. সিকিয়াং নদী উৎপত্তি লাভ করেছে কোন স্থান থেকে ? 
Ans : ইউনান মালভূমি

➲ 8. মেকং নদী উৎপত্তি লাভ করেছে কোন স্থান থেকে ? 
Ans : দাং-কু-লা-পর্বত 

➲ 9. মেনাম নদী উৎপত্তি লাভ করেছে কোন স্থান থেকে ? 
Ans : শান মালভূমি 

➲ 10. হেলমন্দ নদী উৎপত্তি লাভ করেছে কোন স্থান থেকে ? 
Ans : হিন্দুকুশ পর্বত

✍ 11. 'ডেড হিট' শব্দ টি কোন খেলায় ব্যবহৃত হয় ? 
Ans : ঘোড়দৌড়

✍ 12. 'জুনিদান' শব্দ টি কোন খেলায় ব্যবহৃত হয় ? 
Ans : জুডো 

✍ 13. 'স্টাইমি' শব্দ টি কোন খেলায় ব্যবহৃত হয় ? 
Ans : গল্ফ 

✍ 14. 'পারফিউম বল' শব্দ টি কোন খেলায় ব্যবহৃত হয় ? 
Ans : ক্রিকেট 

✍ 15. 'লোনা' শব্দ টি কোন খেলায় ব্যবহৃত হয় ? 
Ans : কবাডি

✍ 16. 'ফয়েল' শব্দ টি কোন খেলায় ব্যবহৃত হয় ? 
Ans : অসিযুদ্ধ

✍ 17. 'হুইপ হোয়াফ' শব্দ টি কোন খেলায় ব্যবহৃত হয় ? 
Ans : টেবিল টেনিস 

✍ 18. 'গ্যামবিট' শব্দ টি কোন খেলায় ব্যবহৃত হয় ? 
Ans : দাবা 

✍ 19. 'রাইট উইং' শব্দ টি কোন খেলায় ব্যবহৃত হয় ? 
Ans : ফুটবল 

✍ 20. 'লে-আপ-শট' শব্দ টি কোন খেলায় ব্যবহৃত হয় ? 
Ans : বাস্কেট বল

➥ 21. দ্বিতীয় শাসনতান্ত্রিক সংস্কার কমিশন (SARC) এর প্রধান কে ছিলেন ? 
Ans : বীরাপ্পা মৈলি 

➥ 22. জাতীয় জ্ঞান কমিশন এর প্রধান কে ছিলেন ? 
Ans : স্যাম পিত্রদা 

➥ 23. ন্যাশনাল কমিশন ফর এন্টারপ্রাইজ ইন দ্য আনঅর্গানাইজড সেক্টরের এর প্রধান কে ছিলেন ? 
Ans : অর্জুন সেনগুপ্ত

➥ 24. 18 তম ল' কমিশনের প্রধান কে ছিলেন ? 
Ans : বিচারপতি এম জগন্নাথ রাও 

➥ 25. জাতীয় কৃষক কমিশনার এর প্রধান কে ছিলেন ? 
Ans : এম এস স্বামীনাথন 

➥ 26. মুখার্জি কমিশনের এর প্রধান কে ছিলেন ? 
Ans : এম কে মুখার্জী 

➥ 27. আর কে রাঘবন কমিটির প্রধান কে ছিলেন ? 
Ans : আর কে রাঘবন 

➥ 28. কেন্দ্রীয় শিশু কমিটির এর প্রধান কে ছিলেন ? 
Ans : মঞ্জুলা কৃষ্ণণ 

➥ 29. ভালিয়াথন কমিটির এর প্রধান কে ছিলেন ? 
Ans : মি ভালিয়াথন

➥ 30. পঞ্চায়েতী রাজ টাস্ক ফোর্স এর প্রধান কে ছিলেন ? 
Ans : ভি এস রমা দেবী

✫ 31. 'ঝিলিমিলি' নাটক টির রচয়িতা কে ? 
Ans : কাজী নজরুল ইসলাম

✫ 32. 'তারাবাই' নাটক টির রচয়িতা কে ? 
Ans : দ্বিজেন্দ্রলাল রায় 

✫ 33. 'নীল দর্পন' নাটক টির রচয়িতা কে ? 
Ans : দীনবন্ধু মিত্র 

✫ 34. 'কুলীনকুল সর্বস্ব' নাটক টির রচয়িতা কে ? 
Ans : রামনারায়ন তর্করত্ন 

✫ 35. 'শর্মিষ্ঠা' নাটক টির রচয়িতা কে ? 
Ans : মাইকেল মধুসূদন দত্ত 

✫ 36. 'Rajmohon's Wife' উপন্যাস টির রচয়িতা কে ? 
Ans : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

✫ 37. 'ময়নামতির চর' কাব্যগ্রন্থ টির রচয়িতা কে ? 
Ans : বন্দে আলী মিয়া 

✫ 38. 'মতিচুর' গ্রন্থ টির রচয়িতা কে ? 
Ans : বেগম রোকেয়া 

✫ 39. 'একা এবং কয়েকজন' কাব্য টির রচয়িতা কে ? 
Ans : সুনীল গঙ্গোপাধ্যায় 

✫ 40. 'Captive Lady' ইংরেজি রচনা টির রচয়িতা কে ? 
Ans : মাইকেল মধুসূদন দত্ত

☞ 41. জটাধর বক্সি চরিত্র টির স্রষ্টা কে ? 
Ans : রাজশেখর বসু 

☞ 42. হর্ষবর্ধন, গোবর্ধন চরিত্র গুলির স্রষ্টা কে ? 
Ans : শিবরাম চক্রবর্তী 

☞ 43. ব্রজদা চরিত্র টির স্রষ্টা কে ? 
Ans : গৌরকিশোর ঘোষ 

☞ 44. হিরু ডাকাত চরিত্র টির স্রষ্টা কে ? 
Ans : অমরেন্দ্র চক্রবর্তী 

☞ 45. অর্জুন চরিত্র টির স্রষ্টা কে ? 
Ans : সমরেশ মজুমদার 

☞ 46. টেনিদা, প্যাংলা চরিত্র টির স্রষ্টা কে ? 
Ans : নারায়ণ গঙ্গোপাধ্যায় 

☞ 47. খুদে বিজ্ঞানী চরিত্র টির স্রষ্টা কে ? 
Ans : দিলীপ দাস 

☞ 48. বাহাদুর বেড়াল চরিত্র টির স্রষ্টা কে ? 
Ans : নারায়ণ দেবনাথ 

☞ 49. কিকিরা চরিত্র টির স্রষ্টা কে ? 
Ans : বিমল কর 

☞ 50. পার্কার পাইন চরিত্র টির স্রষ্টা কে ? 
Ans : আগাথা ক্রিস্টি

আরো পড়ুন :



❂ 51. ভারতের সর্বাধিক পঠিত দৈনিক সংবাদপত্র কোনটি ? 
Ans : দৈনিক ভাস্কর

❂ 52. ভারতের দ্বিতীয় সর্বাধিক পঠিত দৈনিক কোনটি ? 
Ans : দৈনিক জাগরণ 

❂ 53. সর্বাধিক পঠিত কানাড়া দৈনিক কোনটি ? 
Ans : বিজয়বাণী 

❂ 54. সর্বাধিক পঠিত বাংলা দৈনিক কোনটি ? 
Ans : আনন্দবাজার পত্রিকা 

❂ 55. সর্বাধিক পঠিত তেলেগু দৈনিক কোনটি ? 
Ans : ইনাডু 

❂ 56. দ্বিতীয় সর্বাধিক পঠিত তেলেগু দৈনিক কোনটি ? 
Ans : সাক্ষী 

❂ 57. ভারতের সর্বাধিক পঠিত ইংরেজি দৈনিক কোনটি ? 
Ans : দ্য টাইমস অফ ইন্ডিয়া 

❂ 58. সর্বাধিক পঠিত মালয়ালম দৈনিক কোনটি ? 
Ans : মাথরুভূমি 

❂ 59. ভারতের দ্বিতীয় সর্বাধিক পঠিত ইংরেজি দৈনিক কোনটি ? 
Ans : দ্য হিন্দু 

❂ 60. সর্বাধিক পঠিত মারাঠি দৈনিক কোনটি ? 
Ans : দৈনিক সকাল

❐ 61. ভারত-চীন পঞ্চশীল চুক্তির সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : জওহরলাল নেহেরু

❐ 62. ভারত-পাক তাসখন্ড চুক্তির সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : লাল বাহাদুর শাস্ত্রী 

❐ 63. প্রথমবার সরকারি ব্যাংক জাতীয়করণের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : ইন্দিরা গান্ধী

❐ 64. ভারতের মহাকাশ অভিযানের সূচনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : ইন্দিরা গান্ধী 

❐ 65. রোলিং প্ল্যানের সৃষ্টির সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : মোরারাজি দেশাই 

❐ 66. কালপক্কমে প্রথম আনবিক বিদ্যুৎ কেন্দ্র গঠিত হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : ইন্দিরা গান্ধী 

❐ 67. দলত্যাগ বিরোধী বিল পাস হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : রাজীব গান্ধী

❐ 68. মন্ডল কমিশনের রূপায়ণের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : বিশ্বনাথ প্রতাপ সিং 

❐ 69. রাজীব গান্ধীর আততায়ীর হাতে নিহত হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : চন্দ্রশেখর 

❐ 70. বাবরি মসজিদ ধুলিসাৎ এর সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : পি ভি নরসিমা রাও

☛ 71. রেগুলেটিং এক্ট (1773) এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন ? 
Ans : ওয়ারেন হেস্টিংস 

☛ 72. বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত (1793) এক্ট এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন ? 
Ans : লর্ড কর্ণওয়ালিস

☛ 73. ইন্ডিয়ান কাউন্সিল এক্ট (1892) এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন ? 
Ans : লর্ড মিন্টো

☛ 74. রাওলাট আইনের (1919) সময় গভর্নর জেনারেল কে ছিলেন ? 
Ans : লর্ড চেমসফোর্ড 

☛ 75. সাইমন কমিশনের (1928) সময় গভর্নর জেনারেল কে ছিলেন ? 
Ans : লর্ড আরউইন

☛ 76. পৃথক নির্বাচনের (1932) সময় গভর্নর জেনারেল কে ছিলেন ? 
Ans : লর্ড ওয়েলিংটন 

☛ 77. ভারত শাসন আইন (1935) এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন ? 
Ans : লর্ড ওয়েলিংটন

☛ 78. ক্রিপস মিশন (1942) এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন ? 
Ans : লর্ড লিনলিথগো

☛ 79. ওয়েভেল প্লান (1945) এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন ? 
Ans : লর্ড ওয়েভেল


☛ 80. ভারত স্বাধীন চুক্তি (1947) এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন ? 
Ans : লর্ড মাউন্টব্যাটেন

➤ 81. বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে স্থাপিত হয় ? 
Ans : 1836 সালে 

➤  82. জমিদার সভা কবে স্থাপিত হয় ? 
Ans : 1838 সালে 

➤  83. বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে স্থাপিত হয় ? 
Ans : 1843 সালে 

➤  84. ব্রিটিশ ইন্ডিয়া এসোসিয়েশন কবে স্থাপিত হয় ? 
Ans : 1851 সালে 

➤  85. ইন্ডিয়ান লিগ কবে স্থাপিত হয় ? 
Ans : 1875 সালে 

➤  86. ইন্ডিয়ান এসোসিয়েশন কবে স্থাপিত হয় ? 
Ans : 1876 সালে 

➤  87. বোম্বে এসোসিয়েশন কবে স্থাপিত হয় ? 
Ans : 1852 সালে 

➤  88. পুনা সার্বজনিক সভা কবে স্থাপিত হয় ? 
Ans : 1867 সালে 

➤  89. বোম্বে প্রেসিডেন্সি এসোসিয়েশন কবে স্থাপিত হয় ? 
Ans : 1885 সালে 

➤  90. মাদ্রাজ নেটিভ এসোসিয়েশন কবে স্থাপিত হয় ? 
Ans : 1852 সালে 

☯ 91. গুরুঘাসিদাস ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ছত্তিশগড় 

☯ 92. দুধা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : উত্তরপ্রদেশ 

☯ 93. পিলভিট ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : উত্তরপ্রদেশ 

 ☯ 94. ভদ্রক ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কর্নাটক 

☯ 95. বাল্মিকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : বিহার 

☯ 96. বিলিগিরি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কর্নাটক 

☯ 97. সাতকোশিয়া ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ওড়িশা 

☯ 98. ডাম্পা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
 
Ans : মিজোরাম 

☯ 99. বোর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : মহারাষ্ট্র 

☯ 100. সত্যমঙ্গলম ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : তামিলনাডু
 

বাকি প্রশ্নগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও 


File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 545 kb
No. of Pages : 11


Also Download :

Post a Comment

0 Comments