Different Sources of Indian Constitution | ভারতীয় সংবিধানের বিভিন্ন উত্স এবং গৃহীত বিষয় সমূহের তালিকা | [PDF]

 Different Sources of Indian Constitution | ভারতীয় সংবিধানের বিভিন্ন উত্স এবং গৃহিত বিষয় সমূহের তালিকা | [PDF]


Different Sources of Indian Constitution


হ্যালো বন্ধুরা, 

                    তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | আজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি চাকরির পরীক্ষার জন্য ভারতীয় সংবিধানের উপর খুব গুরুত্বপূর্ণ একটি নোট - Different Sources of Indian Constitution ( ভারতীয় সংবিধানের বিভিন্ন উত্স এবং গৃহীত বিষয় সমূহের তালিকা ) [PDF] |


                          বিভিন্ন পরীক্ষায় এই বিষয়টি থেকে প্রশ্ন আসতে দেখা যায় তাই আর দেরি না করে তালিকাটি মুখস্থ করে নাও কিংবা নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :-


ভারতীয় সংবিধানের বিভিন্ন উত্স এবং গৃহীত বিষয় সমূহের তালিকা :-


উৎস সমূহ

                        বিষয়বস্তু সমূহ

 

গ্রেট ব্রিটেন

প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি,লোকসভার স্পিকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ,শক্তিশালী নিম্নকক্ষ, সংসদীয় শাসনব্যবস্থা,একক নাগরিকত্ব, রুল অব ল, আইন তৈরির পদ্ধতি, কম্পট্রোলার অডিটর জেনারেল এর কার্যালয়,

 

রাশিয়া

মৌলিক কর্তব্য সমূহ,ন্যায় বিচার, অর্থনৈতিক পরিকল্পনা

দক্ষিন আফ্রিকা

রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি সমূহ, সংবিধানের সংশোধন পদ্ধতি

জাপান

সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার আইনগত পদ্ধতি

ফ্রান্স

প্রজান্তন্ত্রের ধারণা, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের ধারণা

জার্মানি

জরুর্রী অবস্থার ধারণা, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সমূহের রদ করার ধারণা

 

 

আমেরিকা যুক্তরাষ্ট্র

জুডিশিয়াল রিভিউ, সুপ্রিমকোর্টের প্রতিষ্ঠা, স্বাধীন বিচারব্যবস্থা এবং বিচার সংস্কার, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, লিখিত সংবিধানের ধারণা, প্রস্তাবনা, মৌলিক অধিকারসমূহ, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রপতির ভুমিকা, রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি

অস্ট্রেলিয়া

পার্লামেন্টের যৌথ অধিবেশনের ধারণা, ব্যাব্সাবানিজ্যের প্রতিবিধান, যৌথ তালিকার ধারণা

 

 

কানাডা

কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এবং অবশিষ্ট ক্ষমতার বন্টন কেন্দ্রের অধিকারে, কেন্দ্র কতৃক প্রতি রাজ্যে রাজ্যপাল নিয়োগ, সুপ্রিমকোর্টের পরামর্শদান অধিক্ষেত্র, যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার ধারণা

আয়ারল্যান্ড

রাষ্ট্রপতি কতৃক রাজ্যসভার সদস্য মনোনয়ন, নির্দেশমূলক নীতি সমূহের ধারণা, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি

 1935 সালের ভারত শাসন আইন

রাজ্যপাল এর ধারণা, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো



File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 300 kb
No. of Pages : 02


Also Download :: 

Post a Comment

0 Comments