Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৩৬৬

  Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৩৬৬ 


Bengali GK Guide



➦ 1. চোখে প্রবিষ্ট আলোর পরিমান নিয়ন্ত্রণ করে কোন অংশ ? 
Ans : কনিনীকা 

➦ 2. কোশের সবচেয়ে ক্ষুদ্র অঙ্গানুটি হল ? 
Ans : রাইবোজোম 

➦ 3. ইস্টের অযৌন জনন সম্পন্ন হয় কোন পদ্ধতিতে ? 
Ans : কোরকদগম 

➦ 4. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি কোথায় অবস্থিত ? 
Ans : কানপুর 

➦ 5. নিউক্লিয়াসে যে প্রোটোপ্লাজম পাওয়া যায় তার নাম কি ? 
Ans : নিউক্লিওপ্লাজম 

➦ 6. ইনস্টিটিউট অফ মাইক্রোবায়াল টেকনোলজি কোথায় অবস্থিত ? 
Ans : চন্ডিগড় 

➦ 7. কোশের কোন অংশে ল্যামেলা দেখা যায় ? 
Ans : কোশপ্রাচীর 

➦ 8. কোশের কোন অঙ্গানুতে সবাত শ্বসন ঘটে ? 
Ans : মাইটোকনড্রিয়া 

➦ 9. মানুষের দেহে সর্বাধিক যে মৌল টি বর্তমান সেটি হলো ? 
Ans : অক্সিজেন 

➦ 10. মানুষের কোন শ্রেনীর রক্তের লোহিত কনিকায় অ্যান্টিজেন থাকে না ? 
Ans : O শ্রেনীর রক্তে 


Post a Comment

0 Comments