Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৩৭০

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৩৭০


Bengali GK Guide




❏ 1. ভগিনী নিবেদিতা কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন ? 
Ans : অনুশীলন সমিতি 

❏ 2. সুহৃদ নামক গুপ্ত সমিতি কবে প্রতিষ্ঠিত হয় ? 
Ans : 1905 সালের 12 নভেম্বর 

❏ 3. নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সংঘ কবে গঠিত হয় ? 
Ans : 1936 সালে 

❏ 4. আদিনা মসজিদ কোন শহরে অবস্থিত ? 
Ans : পাণ্ডুয়া 

❏ 5. খাদি প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয় ? 
Ans : 1924 সালে 

❏ 6. ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি কবে গঠিত হয় ? 
Ans : 1926 সালে 

❏ 7. 1909 সালের অভিনব ভারত সংঘের প্রতিষ্ঠাতা কে ? 
Ans : গণেশ সাভারকর

❏ 8. বিহারের গান্ধী কাকে বলা হয় ? 
Ans : ড: রাজেন্দ্র প্রসাদ

❏ 9. ইন্ডিয়া লীগ কে প্রতিষ্ঠা করেন ? 
Ans : শিশির কুমার ঘোষ 

❏ 10. মুসলমান শাসকদের মধ্যে কে প্রথম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথা চালু করেন ? 
Ans : আলাউদ্দিন খলজি







Post a Comment

0 Comments