West Bengal Food SI Current Affairs in Bengali (18/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs

 

West Bengal Food SI Current Affairs in Bengali (18/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs


West Bengal Food SI Current Affairs in Bengali (18/09/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-


❐ 1. ভারতের 61 তম এবং নাগাল্যান্ডের প্রথম সফটওয়ার টেকনোলজি পার্ক কোহিমা তে উদ্বোধন করা হলো 

❐ 2. প্রখ্যাত লেখক ঝুম্পা লাহিড়ি নতুন একটি বই লিখলেন যার শিরোনাম – ‘Translating Myself and Others’

❐ 3. প্রতি বছর 18 ই সেপ্টেম্বর World Bamboo Day পালন করা হয়, এবছরের থিম - #PlantBamboo : It is Time To Plant Bamboo

❐ 4. ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে আলকা নাঙ্গিয়া অরোরা কে নিযুক্ত করা হলো
 
❐ 5. তাজিকিস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন কাউন্সিল অফ হেড অফ স্টেট এর 21 তম মিটিংয়ের সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

❐ 6. TAGG এর ব্র্যান্ড আম্বাসাডর পদে ক্রিকেটার রোহিত শর্মা কে এবং FOSSIL এর ব্র্যান্ড আম্বাসাডর পদে বলিউড অভিনেত্রী কৃতি শানন  কে নিযুক্ত করা হলো 

❐ 7.  ভারত এবং নেপালের মধ্যে যৌথ সামরিক অনুশীলন ‘Surya Kiran’ এর 15 তম সংস্করণ 20 ই সেপ্টেম্বর থেকে উত্তরাখন্ডে শুরু হতে চলেছে 

❐ 8. প্রাক্তন গ্যাবন প্রধানমন্ত্রী Casimir Oye Mba সম্প্রতি প্রয়াত হলেন 

❐ 9. জিরো-পলিউশন ডেলিভারি ভেহিকেল প্রমোট করতে নীতি আয়োগ ‘Shoonya’ নামক ক্যাম্পেইন লঞ্চ  করলো 

❐ 10. ভারতের প্রথম সেল-ব্রডকাস্টিং পাবলিক ওয়ার্নিং সিস্টেম লঞ্চ করতে ভোডাফোন আইডিয়া লিমিটেড, অন্ধ্রপ্রদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি এবং Celltick সংস্থা জোটবদ্ধ হলো








Post a Comment

0 Comments