West Bengal Food SI Current Affairs in Bengali (19/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs

 

West Bengal Food SI Current Affairs in Bengali (19/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs


West Bengal Food SI Current Affairs in Bengali (19/09/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-


☛ 1. পর্যটন শিল্প কে প্রমোট করতে মিনিস্ট্রি অফ ট্যুরিজম ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম করপোরেশন (IRCTC) এর সাথে চুক্তি স্বাক্ষর করলো 

☛ 2. নীতি আয়োগের অটল ইনোভেশন মিশন, ISRO এবং CBSE জোটবদ্ধ হয়ে দেশের সমস্ত স্কুল ছাত্র/ছাত্রীদের জন্য ATL 'স্পেস চ্যালেঞ্জ 2021' লঞ্চ করল

☛ 3. 18 তম ASEAN ইন্ডিয়া ইকোনমিক মিনিস্টার্স কন্সাল্টেশন এর সহ-সভাপতিত্ব করলেন কমার্স এবং ইন্ডাস্ট্রি প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল 

☛ 4. SVAMITVA স্কিম বাস্তবায়ন মনিটরিং এর জন্য SVAMITVA ড্যাশবোর্ড লঞ্চ করলেন পঞ্চায়েতী রাজ মন্ত্রী গিরিরাজ সিং 

☛ 5. গ্রাহকদের দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দিতে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে 51 টি স্টারলিংক ব্র্যডব্যান্ড স্যাটেলাইট লঞ্চ করলো SpaceX সংস্থা 

☛ 6. অলিম্পিকে দুবারের স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ ইউক্রেনের Yuriy Sedykh সম্প্রতি প্রয়াত হলেন

☛ 7. অসম সরকার, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার (SIDBI) সাথে জোটবদ্ধ হয়ে স্টার্ট আপ প্রমোটের জন্য ইনোভেশন ফান্ড লঞ্চ করলো 

☛ 8. প্রাক্তন তামিলনাড়ু অধিনায়ক শ্রীধরণ শরৎ কে BCCI জুনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো 

☛ 9. দ্বিতীয়বারের জন্য এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন পঙ্কজ আদবানী

☛ 10. কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন প্রকাশ বাস্তব, আগে এই পদে ছিলেন রাজেশ বিন্দাল যাকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত করা হলো



Post a Comment

0 Comments