West Bengal Food SI Current Affairs in Bengali (17/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
❖ 1. প্রাক্তন ভারতীয় তথা মোহনবাগান ফুটবলার ভবানী রায় প্রয়াত হলেন, এছাড়া বিখ্যাত কাশ্মীরি লেখক আজিজ হাজিনি প্রয়াত হলেন
❖ 2. মহারাষ্ট্রের 12 বছর বয়সী পরিবেশকর্মী Ayaan Shankta কে '2021 ইন্টারন্যাশনাল ইয়ং ইকো-হিরো' সম্মানে সম্মানিত করা হলো
❖ 3. ভারতীয় রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের চিফ টেকনোলজি অফিসার (CTO) পদের দায়িত্ব নিলেন অমিত সাক্সেনা
❖ 4. প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মালহোত্রা কে দিল্লী এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের (DDCA) ওমবাডসম্যান পদে নিযুক্ত করা হলো
❖ 5. জম্মু-কাশ্মীর লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা 'One Gram Panchayat - One DIGI-Pay Sakhi' নামক নতুন মিশন লঞ্চ করলেন
❖ 6. অটো-কম্পনেন্টস এবং ড্রোন ইন্ডাস্ট্রিজের জন্য কেন্দ্রীয় সরকার 26,058 কোটি টাকার প্রোডাকশন লিংকড ইনসেন্টিভ (PLI) স্কিমের সম্মতি দিলো
❖ 7. প্রতিরক্ষা মন্ত্রক NCC সংস্থার পর্যবেক্ষণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো, যার চেয়ারপার্সন হলেন বয়জন্ত পান্ডা, সদস্য হিসেবে আনন্দ মাহিন্দ্রা, এম এস ধোনিও থাকবেন
❖ 8. প্রতিবছর 17 ই সেপ্টেম্বর 'World Patient Safety' দিবস পালন করা হয়, এ বছরের থিম - Safe maternal and newborn care
❖ 9. কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ অটোমেটিক রুটের অধীনে টেলিকম সেক্টরে বিদেশি বিনিয়োগের সীমা (FDI) 49% থেকে বাড়িয়ে 100% করলো
❖ 10. কেন্দ্রীয় শক্তি প্রতিমন্ত্রী কৃষান পাল গুর্জার 15 তম ইস্ট এশিয়া সামিট এনার্জি মিনিস্টার্স মিটিং এ অংশগ্রহণ করলেন, এই মিটিংয়ের থিম - We Care, We Prepare, We Prosper

0 Comments
Please do not share any spam link in the comment box