Daily Current Affairs in Bengali (07/09/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (07/09/2020) for WBCS/PSC/Rail/SSC







Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇

↪️↪️↪️↪️↪️↪️↪️↪️↪️↪️↪️↪️↪️↪️↪️↪️↪️



1.প্রশ্ন : ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA) এর নব নিযুক্ত প্রেসিডেন্ট কে হলেন ?

[A] Vinkesh Gulati
[B] Ramesh Gulati
[C] S P Singh
[D] V P Gulati




-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : জম্মু কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জম্মু কাশ্মীর অ্যাডমিনিষ্ট্রেটিভ সার্ভিস অফিসারদের জন্য নিম্নের কোন পোর্টরাল লঞ্চ করলেন ?

[A] SERVICE
[B] SORROW
[C] SARROW
[D] SPARROW



-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : সোস্যাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM) এর নব নিযুক্ত প্রেসিডেন্ট কে হলেন ?

[A] Kenichi Ayukawa
[B] Kenichi Lohawa
[C] Sushil Chandra
[D] Srehangshu Sinha



-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : ফর্মুলা ওয়ান ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 খেতাব জিতলেন নিম্নের কে ?

[A] Lewis Hamilton
[B] Carlos Sainz
[C] Pierre Gasly
[D] Lance Stroll



-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : আমেরিকা যুক্তরাষ্ট্র এর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিম্নের কোন শহরকে প্রথম World War II হেরিটেজ শহর ঘোষণা করলেন ?

[A] উইলমিংটন
[B] ওয়াশিংটন
[C] নিউ ইয়র্ক
[D] শিকাগো



-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : CyberPeace ফাউন্ডেশন এর সাথে নিম্নের কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম চুক্তিবদ্ধ হলো ?

[A] ট্যুইটার
[B] ইনস্টাগ্রাম
[C] ফেসবুক
[D] হোয়াটসঅ্যাপ



-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : '10 Hafte 10 Baje 10 Minute' নামক অ্যান্টি ডেঙ্গু ক্যাম্পেইন শুরু করলো কোন রাজ্য সরকার ?

[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] উত্তরাখন্ড
[D] দিল্লী



-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য নাম কেশবানন্দা ভারতী সদ্য প্রয়াত হলেন,তিনি কোন রাজ্যের বাসিন্দা ?

[A] তামিলনাড়ু
[B] কেরালা
[C] অন্ধ্রপ্রদেশ
[D] গুজরাট



----------------------------------------------------------------------
9.প্রশ্ন : Infosys সংস্থা প্রোডাক্ট ডিজাইন এবং ডেভেলপমেন্ট ফার্ম Kaleidoscope Innovation কে কত টাকার বিনিময়ে কিনে নিলো ?

[A] $40 মিলিয়ন
[B] $45 মিলিয়ন
[C] $46 মিলিয়ন
[D] $42 মিলিয়ন



---------------------------------------------------------------------
10.প্রশ্ন : ক্রিকেটার Ian Bell সম্প্রতি ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর গ্রহণ করলেন,তিনি কোন দেশের খেলোয়াড় ?

[A] ইংল্যান্ড
[B] দক্ষিণ আফ্রিকা
[C] অস্ট্রেলিয়া
[D] নিউজিল্যান্ড



--------------------------------------------------------------------

আরো কারেন্ট আফফায়ার্স পড়ুন :

☯️  6th সেপ্টেম্বর , 2020

Post a Comment

0 Comments