Bengali GK Guide || বাংলা জিকে গাইড || Part - 05
1) মানব উন্নয়ন সূচকে (HDI) 2019 সালে ভারতের র্যাঙ্ক কত ছিল ?
Ans : 129 তম
2) বিজ্ঞানের কোন বিষয়ের অধ্যয়ন কে 'পেডোলজি' বলে ?
Ans : মাটি বিষয়ক
3) কে 'দীন-ই-ইলাহী' ধর্ম শুরু করেছিলেন ?
Ans : আকবর
4) 'Revolution 2020' বইটির লেখক কে ?
Ans : চেতন ভগত
5) হেপাটাইটিস কি গঠিত রোগ ?
Ans : ভাইরাস
6) কোন আয়ন রক্ত তঞ্চনে সাহায্য করে ?
Ans : ক্যালশিয়াম
7) ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ans : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
8) মানুষের লালারসে কোন ধরনের উৎসেচক থাকে ?
Ans : অ্যামাইলেজ
9) শিবসুমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
Ans : কাবেরী
10) প্রথম বৌদ্ধ সম্মেলনের পৃষ্ঠপোষক কে হয়েছিলেন ?
Ans : অজাতশত্রু

0 Comments
Please do not share any spam link in the comment box