Bengali GK Guide || বাংলা জিকে গাইড || Part - 04

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | Part - 04




1) ফিফা বিশ্বকাপের প্রথম আয়োজক ছিল কোন দেশ ?

Ans : উরুগুয়ে

2) কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি বাল্বে পাওয়া যায় ?

Ans : আর্গন

3) 'Swami and Friends' বইটির লেখক কে ?

Ans : RK Narayan

4) প্রথম উইম্বলডন চ্যাম্পিয়নশিপ কবে অনুষ্ঠিত হয়েছিল ?

Ans : 1877

5) কোন রাজ্যের কান্ধামাল হলদী সম্প্রতি GI ট্যাগ পেয়েছে ?

Ans : ওড়িশা

6) কুমিরের হৃৎপিন্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট ?

Ans : চারটি

7) রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে ?

Ans : 1913 সালে

8) কোন বিষয়ের উপর ভয় কে "হেমোফোবিয়া" বলে ?

Ans : রক্ত

9) বাতাসের আপেক্ষিক আদ্রতা পরিমাপক যন্ত্রটির নাম কি ?

Ans : হাইগ্রোমিটার

10) চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার কোন গ্রিক রাষ্ট্রদূত কে পাঠানো হয়েছিল ?

Ans : মেগাস্থিনিস

Post a Comment

0 Comments