Daily Current Affairs in Bengali (12/08/2020) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (12/08/2020) for WBCS/PSC/Rail/SSC





Q.1. 'বিশ্ব হস্তি দিবস' কবে পালন করা হয় ?

[a] 11 ই আগস্ট
[b] 12 ই আগস্ট
[c] 13 ই আগস্ট
[d] 10 ই আগস্ট


Q.2. আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয় ?

[a] 13 ই আগস্ট
[b] 12 ই আগস্ট
[c] 11 ই আগস্ট
[d] 10 ই আগস্ট


Q.3. নিম্নের কোন মন্ত্রী কৃষক কল্যানে 'কৃষি মেঘ' লঞ্চ করলেন ?

[a] নরেন্দ্র সিং তোমার
[b] ধর্মেন্দ্র প্রধান
[c] অমিত শাহ
[d] নরেন্দ্র মোদি


Q.4. ক্যাপিটাল ইন্ডিয়া ফাইন্যান্স এর নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান কে হলেন ?

[a] হার্শ কুমার ভানওয়ালা
[b] হর্ষবর্ধন সিং
[c] সত্যরূপ সাধুখা
[d] শিবম সিং


Q.5. নিম্নের কোন কোম্পানি দেশের প্রথম পকেট এন্ড্রয়েড POS (পয়েন্ট অফ সেল) ডিভাইস লঞ্চ করলো ?

[a] আমাজন
[b] স্নাপডিল
[c] ফ্লিপকার্ট
[d] পেটিএম


Q.6. দেশের মধ্যে প্রথম কোন শহর নিজেদের ট্রাফিক সিগন্যালে মহিলা আইকন ব্যবহার করতে চলেছে ?

[a] মুম্বাই
[b] কলকাতা
[c] চেন্নাই
[d] দিল্লী


Q.7. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 'Excellence in Investigation' মেডেল কত জন পুলিশ অফিসার কে দেওয়া হলো ?

[a] 122
[b] 120
[c] 121
[d] 123


Q.8. নিম্নের কোন বিশ্ব সংস্থা বন্যা দুর্গত দের সাহায্য করার কথা ঘোষণা করলো ?

[a] এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
[b] ইউরোপীয়ান ইউনিয়ন
[c] সম্মিলিত জাতীপুঞ্জ
[d] ওয়াল্ড ব্যাঙ্ক


Q.9. নিম্মের কোন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সাথে আইআইটি দিল্লি চুক্তিবদ্ধ হলো ?

[a] ছত্তিশগড়
[b] বিহার
[c] ঝাড়খন্ড
[d] সিকিম


Q.10. আটলান্টা বিশ্ববিদ্যালয়ের ইমরি ভ্যাকসিন সেন্টারের সাথে চুক্তিবদ্ধ হয়ে ভারতের কোন রাজ্য ভ্যাকসিন রিসার্চ সেন্টার গড়ে তুলতে চলেছে ?

[a] কেরালা
[b] অন্ধ্রপ্রদেশ
[c] তামিলনাড়ু
[d] কর্ণাটক


            এই লিঙ্কে ক্লিক করে উত্তর দেখে নাও



Follow us for Daily Updates

Post a Comment

0 Comments