Mock Test - 23 // আগামী ফুড SI, WBCS এবং অনান্য পরীক্ষার জন্য


Mock Test- 23 আগামী ফুড সাব - ইন্সপেক্টর এবং WBCS পরীক্ষার জন্য ,সবাই অংশগ্রহণ করুন

Hello Friends সবাইকে জব গাইড সাইটে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন হয়তো এই চ্যানেলটির মাধ্যমে আমি বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল আপনাদের দিয়ে থাকি।জব গাইড আপনাদের পাশে সবসময় আছে।



সামনেই ফুড ইন্সপেক্টরের পরীক্ষা এর সাথে চলছে রেলের গ্রূপ ডি পরীক্ষাও। তাই সেসব মাথায় রেখেই আজকে এক মক টেস্ট এর আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই এটাতে অংশ গ্রহণ করুন।



Mock Test এর কিছু তথ্য :

প্রশ্ন - ১০ টি
সময় - ৫ মিনিট
প্রতিটি প্রশ্নের মান - ২ নম্বর
 পূর্নমান - ২০


কেন Mock Test দেবে ?  

কারন তোমরা জানোই হয়তো এখন লড়াই টা খুব কঠিন,তাই অন্যান্য প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এবং নিজের প্রস্তুতি কত টা তা যাচাই করতে Mock Test খুবই উপযোগী। Mock Test সাহায্য করে বাড়িতে বসেই পরীক্ষার পরিবেশ তৈরি করে পরীক্ষা দেওয়ার জন্য।








Mock Test - 23



  1. মার্জিনাল লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে?

  2. ইরান ও ইরাক
    পাকিস্তান ও আফগানিস্তান
    রাশিয়া ও ফিনল্যান্ড
    রাশিয়া ও চীন

  3. ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম হলো

  4. বীরভূমি
    শক্তিস্থল
    স্মৃতিস্থল
    কর্মভূমি

  5. ব্যারোমিটার এ পারদের বৃদ্ধি কি নির্দেশ করে?

  6. পরিষ্কার আবহাওয়া
    ঝড়
    বৃষ্টি
    b এবং c উভয়ই

  7. ভারতের প্রথম Constituent Assembly মিটিং এ সভাপতিত্ব কে করেন?

  8. সচিদানন্দ সিনহা
    বি আর আম্বেদকর
    ড: রাজেন্দ্র প্রসাদ
    পি উপেন্দ্র

  9. শ্রীরঙ্গপত্তনম সন্ধি ইংরেজদের সাথে কার হয়েছিল?

  10. শিবাজী
    টিপু সুলতান
    ব্রহ্মরাজ
    নেপলবরাজ

  11. নিম্নের কোনটি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদ?

  12. ট্রিক
    শাল
    ইউক্যালিপ্টাস
    বট গাছ

  13. খলিমপুর তাম্র লিপি কোন রাজার আমলে?

  14. ধর্মপাল
    দেবপাল
    বিজয় সেন
    রাজেন্দ্র চোল

  15. হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো?

  16. তামা
    লোহা
    ব্রোঞ্জ
    দস্তা

  17. ভার্নাকুলার প্রেস আইন কে পাশ করিয়েছিলেন ?

  18. লর্ড কার্জন
    লর্ড ওয়েলেসলি
    লর্ড লিটন
    লর্ড হার্ডিঞ্জ

  19. কেন্দ্রীয় খাদ্য গবেষনাগার কোথায় অবস্থিত?

  20. কানপুর
    সিমলা
    কার্নাল
    মহীশূর






















Answer Key :

1.C 2.B 3.A 4.A 5.B 6.C 7.A 8.C 9.C 10.D

Post a Comment

0 Comments