Bengali History Quiz - 1
1. 1526 সালের পানিপথের যুদ্ধ বাবর এবং কার মধ্যে হয়েছিল ?
a) রানা সঙ্গ
b) মহম্মদ বিন তুঘলক
c) হিমু
d) ইব্রাহিম লোদী
2. পৃথীরাজ চৌহানের জীবনী 'পৃর্থীরাজ রাসো' কার লেখা ?
a) বীর সিরাজ
b) চাঁদ বর্দাই
c) মির্জা উমেদ
d) নূর ফতেহ
3. বাবরের ছেলের নাম কি ?
a) হুমায়ুন
b) শাহজাহ
c) আকবর
d) বাহাদুর শাহ
4. আগ্রা ফোর্ট কে নির্মাণ করেন ?
a) হুমায়ুন
b) আকবর
c) বাবর
d) ঔরঙ্গজেব
5. চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন ?
a) আহমেদনগর
b) মালওয়া
c) গোলকন্ডা
d) চাঁনদেরী
6. শাহ জাহান কত তম মুঘল শাসক ছিলেন ?
a) 4th
b) 3rd
c) 6th
d) 5th
7. জাহাঙ্গীর কবে জন্ম গ্রহন করেন ?
a) 1569
b) 1669
c) 1769
d) 1869
8. প্রথম বাহাদুর শাহ কবে জন্ম গ্রহন করেন ?
a) 1543
b) 1643
c) 1743
d) 1843
9. আজম শাহ-র দ্বারা নির্মিত 'বিবি কা মাকবারা' কোথায় অবস্থিত ?
a) হায়দ্রাবাদ
b) ঔরঙ্গবাদ
c) লখনউ
d) এলাহাবাদ
10. পার্সিয়ান রাজধানী ইস্ফাহান এর থেকে অনুপ্রেনিত হয়ে নিম্নের কোন স্মারক নির্মাণ করা হয় ?
a) হুমায়ন কা মাকবারা
b) মহাবধি মন্দির পরিসর
c) কুতুব মিনার
d) লাল কেল্লা পরিসর
11. খাজুরাহ স্নারক কোন রাজবংশের এর সাথে সম্পর্কিত ?
a) চান্দেল
b) মুঘল
c) মৌর্য
d) সুঙ্গ
12. কোন বছরে শিবাজিকে 'ছত্রপতি' সম্মানে অভিষেক করা হয় ?
a) 1608
b) 1646
c) 1674
d) 1710
13. নিম্নের কোনটি তে 'আলাই দরজা গেট' দেখতে পাওয়া যায় ?
a) হুমায়ুন ট্রম্ব
b) কুতুব মিনার
c) রেড ফোর্ট
d) মহাবধি মন্দির
14. গুপ্ত যুগের পরে প্রসিদ্ধ বিশ্ব বিদ্যালয়ের নাম কি ?
a) কাঞ্চি
b) তক্ষশিলা
c) নালন্দা
d) বল্লবী
15. প্রথম জৈন তীর্থঙ্কর এর নাম কি ?
a) আজিতনাথ
b) রিষভ
c) পার্শ্বনাথ
d) অরিষ্টনেমি
16. অজন্তার চিত্রগুলি কি থেকে অনুপ্রাণিত ?
a) বৌদ্ধ ধর্ম
b) রাধা কৃষ্ণ লীলা
c) জৈন ধর্ম
d) মহাভারত যুদ্ধ
17. নিম্নের মধ্যে কোন টি সব থেকে প্রাচীন সাম্রাজ্য ?
a) মৌর্য
b) কানভা
c) কুষান
d) গুপ্ত
18. থানজাভুর এ অবস্থিত বৃহদেশ্বর মন্দিরটি কোন ঈশ্বরে সমর্পিত ?
a) শিব
b) ইন্দ্র
c) বিষ্ণু
d) ব্রহ্মা
19. ভারতের সর্বপ্রথম আবিষ্কৃত শহর কোনটি ?
a) হরপ্পা
b) রংপুর
c) মহেঞ্জোদর
d) সিন্ধু
20. সিন্ধু সভ্যতার বিকাশকালে কুয়োর ব্যবহার হত,নিম্নের কোথায় এর অবশেষ পাওয়া যায় ?
a) হরপ্পা
b) কালীবাঙ্গান
c) মহেঞ্জোদর
d) কোনটি নয়
21. মারাঠা সাম্রাজ্যে মন্ত্রী পরিষদের প্রধান মন্ত্রী কে কি নামে অভিহিত করা হতো ?
a) পেশয়া
b) সচিব
c) মন্ত্রী
d) সামন্ত
22. প্রসিদ্ধ কোহিনুর হীরা নিম্নের কোথা থেকে উৎপাদন করা হয়েছিল ?
a) উড়িষ্যা
b) ছোটনাগপুর
c) বিজাপুর
d) গোলকন্ডা
23. দিল্লীর খিলজি সুলতান-রা কি জাতি ছিলো ?
a) মঙ্গোলিয়া
b) আফগান
c) তুর্কি
d) জাঠ জনজাতি
24. ইবন বতুতা কার সময়ে ভারতে এসেছিলেন ?
a) ইলতুৎমিস
b) আলাউদ্দিন খালজি
c) মহম্মদ বিন তুঘলক
d) বলবন
25. তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল ?
a) 1764
b) 1765
c) 1762
d) 1761
0 Comments
Please do not share any spam link in the comment box