Geography Bengali Quiz for competitive exams
1. নিরক্ষরেখার সমান্তরাল রেখা কে কি বলে ?
a) অক্ষরেখা
b) দ্রাঘিমারেখা
c) মূলমধ্যরেখা
d) কোনটি নয়
2. আমাদের বায়ুমণ্ডল কত গুলো স্তরে বিভক্ত ?
a) 2 টি
b) 3 টি
c) 4 টি
d) 5 টি
3. ক্ষেত্রফল অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
a) মধ্যপ্রদেশ
b) রাজস্থান
c) মহারাষ্ট্র
d) অন্ধ্রপ্রদেশ
4.ভারতের উচ্চতম মালভূমি কোনটি ?
a) দক্ষিণাত্যের মালভূমি
b) ছোটনাগপুর মালভূমি
c) লাদাখ মালভূমি
d) বাঘেলখন্ড মালভূমি
5. জোজিলা পাস কোন দুটিকে সংযুক্ত করে ?
a) নেপাল এবং তিব্বত
b) লেহ এবং কার্গিল
c) লেহ এবং শ্রীনগর
d) কাশ্মীর এবং তিব্বত
6.মাকাল পর্বতশ্রেণী(Maikal Range) কোন রাজ্যে অবস্থিত ?
a) উত্তরপ্রদেশ
b) রাজস্থান
c) বিহার
d) ছত্তিশগড়
7. আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ নিম্নের কোনটির দ্বারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন রয়েছে ?
a) 10° চ্যানেল
b) গ্রেট চ্যানেল
c) বঙ্গপ্রসাগর
d) আন্দামান সাগর
8. কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত কোথায় অবস্থিত ?
a) নেপাল
b) সিকিম
c) পশ্চিমবঙ্গ
d) হিমাচলপ্রদেশ
9. নিম্নের কোন নদী গ্রস্ত উপত্যকায়(Rift Valley) প্রবাহিত হয় ?
a) ব্রহ্মপুত্র
b) নর্মদা
c) কৃষ্ণা
d) কাবেরী
নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবন রেখাও বলা হয় ।
10. 'লোকটাক' কি ?
a) উপত্যকা
b) হ্রদ
c) নদী
d) পর্বতশ্রেণী
এটি উত্তরপূর্ব ভারতের সবচেয়ে বড় পরিষ্কার জলের হ্রদ ।
11. পৃথিবীর গড় ঘনত্ব কত ?
a) 0.49 g/cm^3
b) 3.3 g/cm^3
c) 1.1 g/cm^3
d) 5.513 g/cm^3
12. পৃথিবীর ভূত্বকে(Earth's Crust) নিম্নের কোনটি শতকরা মাত্রা হিসেবে সবচেয়ে বেশি উপস্থিত রয়েছে ?
a) সিলিকন
b) অক্সিজেন
c) কার্বন
d) ক্যালশিয়াম
13. কোয়ার্টজ কি কি দিয়ে তৈরি ?
a) আয়রন এবং ম্যাগনেশিয়াম
b) আয়রন এবং অক্সিজেন
c) অক্সিজেন এবং সিলিকন
d) সিলিকন এবং আয়রন
14. নিম্নের কোন মৌলটি প্রকৃতিতে সবচেয়ে বেশী পাওয়া যায় ?
a) অ্যালুমিনিয়াম
b) আয়রন
c) ম্যাগনেশিয়াম
d) ক্যালসিয়াম
15. কোন স্থানের অক্ষাংশ কিসের সাপেক্ষে ইহার কৌণিক অবস্থান নির্দেশ করে ?
a) পৃথিবীর অক্ষ
b) ভূমধ্যরেখা/নিরক্ষরেখা
c) উত্তর মেরু
d) দক্ষিণ মেরু
16. কর্কটক্রান্তি রেখার(Tropic of Cancer) উপর সূর্য রশ্মি লম্বভাবে আপতিত হয় কবে ?
a) 20 মার্চ
b) 19 জুলাই
c) 21 মার্চ
d) 21 জুন
17. যদি পৃথিবীর নিজ অক্ষের দিকে ঝুঁকে না থাকতো তবে কি হতো ?
a) সমস্ত ঋতু সমকালীন হতো
b) ঋতু পরিবর্তন হতো না
c) গ্রীষ্মকাল আরো দীর্ঘ হত
d) শীতকাল আরো দীর্ঘ হত
18. নিম্নের কোন নদী একটি নদীমুখ গঠন করে ?
a) কৃষ্ণা
b) মহানদী
c) গোদাবরী
d) নর্মদা
19. ফারাক্কা বাঁধ কি কারনে কমিশন করা হয়েছে ?
a) কলকাতা বন্দর রক্ষার জন্য
b) উত্তর ও দক্ষিণ বাংলা যোগের জন্য
c) কলকাতায় পানীয় জল সরবরাহের জন্য
d) বাংলাদেশ এর দিকে জল সরিয়ে দিতে
20. নিম্নের কোন নদীটি ভারতের বুকে উৎপন্ন হয় নি ?
a) গোদাবরী
b) ঝিলাম
c) রবি
d) ঘর্ঘরা
21. সর্দার সরবর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ?
a) তাপ্তি
b) মাহি
c) চম্বল
d) নর্মদা
22. নিম্নের কোনটি ভারতের সিক্ততম অঞ্চল ?
a) মহাবালেশ্বর
b) চেরাপুঞ্জি
c) উদয়নগর
d) মৌসিনরাম
23. ভারত এবং মায়ানমারের মধ্যে জলবিভাজিকা কিসের দ্বারা গঠিত ?
a) নাগা পাহাড়
b) গারো পাহাড়
c) খাসি পাহাড়
d) জনতিয়া পাহাড়
24. বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য ভারতের কত শতাংশ বনভূমি দরকার ?
a) 11.1%
b) 22.2%
c) 33.3%
d) 44.4%
25. অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
a) দেরাদুন
b) ভোপাল
c) লখনউ
d) দিল্লী
0 Comments
Please do not share any spam link in the comment box