Mock Test - 16 // আগামী ফুড SI,রেল এবং অনান্য পরীক্ষার জন্য

Mock Test- 16 আগামী ফুড সাব - ইন্সপেক্টর এবং রেলের পরীক্ষার জন্য ,সবাই অংশগ্রহণ করুন



Hello Friends সবাইকে জব গাইড সাইটে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন হয়তো এই চ্যানেলটির মাধ্যমে আমি বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল আপনাদের দিয়ে থাকি।জব গাইড আপনাদের পাশে সবসময় আছে।


সামনেই ফুড ইন্সপেক্টরের পরীক্ষা এর সাথে চলছে রেলের গ্রূপ ডি পরীক্ষাও। তাই সেসব মাথায় রেখেই আজকে এক মক টেস্ট এর আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই এটাতে অংশ গ্রহণ করুন।



Mock Test এর কিছু তথ্য :

প্রশ্ন - ১০ টি
সময় - ৫ মিনিট
প্রতিটি প্রশ্নের মান - ২ নম্বর
 পূর্নমান - ২০


কেন Mock Test দেবে ?  

● কারন তোমরা জানোই হয়তো এখন লড়াই টা খুব কঠিন,তাই অন্যান্য প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এবং নিজের প্রস্তুতি কত টা তা যাচাই করতে Mock Test খুবই উপযোগী। Mock Test সাহায্য করে বাড়িতে বসেই পরীক্ষার পরিবেশ তৈরি করে পরীক্ষা দেওয়ার জন্য।


 বি:দ্র: সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে Grade Me/Submit করলেই নিজের নিজের স্কোর দেখতে পাবে। একদম নীচে সঠিক উত্তর গুলো দেওয়া থাকবে। Mock Test টির শেষে মিলিয়ে নিও এবং Comment করে জানিও কত স্কোর এলো।





Mock Test - 16


  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের কোন জেলায় 'রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান' শুরু করেন?

  2. জবলপুর
    গোয়ালিয়র
    মান্ডলা
    ইন্দোর


  3. ২০১৮ মন্টে কার্লো মাস্টার্স টেনিস টুর্নামেন্ট কে জেতেন ?

  4. Marlin Cilic
    Rafael Nadal
    Grigor Dimitrov
    Diego Schwartzman


  5. সম্প্রতি কে 'স্পোর্টসপার্সন অফ দা ইয়ার' সম্মানে ভূষিত হয়েছেন ?

  6. রোহিত শর্মা
    ললিতা বাবর
    হার্দিক পান্ডিয়া
    পি ভি সিন্ধু


  7. এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন?

  8. ১১ তম
    ১২ তম
    ১৩ তম
    ১৪ তম


  9. সম্প্রতি কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পান ?

  10. ভি এস সম্পদ
    এইচ এস বর্মা
    নাসিম জাইদি
    ওমপ্রকাশ রাওয়াত


  11. ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলেস এ জিতলেন কে?

  12. গ্রিগর দিমিত্রভ
    জন মিলম্যান
    মিলস রাওনিক
    নিক কারগোয়িস


  13. নরেন্দ্র মোদি ৮ জানুয়ারি ২০১৮ কোথায় প্রবাসী কৌশল বিকাশ যোজনার কথা ঘোষণা করেন?

  14. কলকাতা
    বেঙ্গালুরুতে
    চেন্নাই
    মুম্বাই

  15. কম্পিউটারের মনিটরের যে পর্দাটি রয়েছে সেটি আসলে কি ?

  16. ফ্লাশ গ্লাস
    ক্যাথোড রে টিউব
    ডট পিচ
    ইনপুট ইউনিট


  17. হিমাচল প্রদেশ সরকার মেয়েদের সুরক্ষার জন্য সম্প্রতি কোন অ্যাপ চালু করে?

  18. মহিলা শক্তি
    নারী শক্তি
    শক্তি
    জাগো নারী

  19. 'দা ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন ডে' কবে পালন করা হয় ?

  20. ২২ শে এপ্রিল
    ২১ শে এপ্রিল
    ২৩ শে এপ্রিল
    ২০ শে এপ্রিল

















Answer Key :

1.C  2.B  3.D  4.C  5.D  6.A  7.B  8.B  9.C  10.B



Visit daily more mock test and study materials .
Thank you.

Post a Comment

0 Comments