Mock Test - 14 // আগামী ফুড SI,রেল এবং অনান্য পরীক্ষার জন্য

Mock Test- 14 আগামী ফুড সাব - ইন্সপেক্টর এবং রেলের পরীক্ষার জন্য ,সবাই অংশগ্রহণ করুন

Hello Friends সবাইকে জব গাইড সাইটে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন হয়তো এই চ্যানেলটির মাধ্যমে আমি বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল আপনাদের দিয়ে থাকি।জব গাইড আপনাদের পাশে সবসময় আছে।


সামনেই ফুড ইন্সপেক্টরের পরীক্ষা এর সাথে চলছে রেলের গ্রূপ ডি পরীক্ষাও। তাই সেসব মাথায় রেখেই আজকে এক মক টেস্ট এর আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই এটাতে অংশ গ্রহণ করুন।


Mock Test এর কিছু তথ্য :

প্রশ্ন - ১০ টি
সময় - ৫ মিনিট
প্রতিটি প্রশ্নের মান - ২ নম্বর
 পূর্নমান - ২০


কেন Mock Test দেবে ?  
● কারন তোমরা জানোই হয়তো এখন লড়াই টা খুব কঠিন,তাই অন্যান্য প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এবং নিজের প্রস্তুতি কত টা তা যাচাই করতে Mock Test খুবই উপযোগী। Mock Test সাহায্য করে বাড়িতে বসেই পরীক্ষার পরিবেশ তৈরি করে পরীক্ষা দেওয়ার জন্য।


 বি:দ্র: সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে Grade Me/Submit করলেই নিজের নিজের স্কোর দেখতে পাবে। একদম নীচে সঠিক উত্তর গুলো দেওয়া থাকবে। Mock Test টির শেষে মিলিয়ে নিও এবং Comment করে জানিও কত স্কোর এলো।





Mock Test - 14


  1. তরাইনের যুদ্ধ মহম্মদ ঘোরী এবং নিম্নলিখিত কার মধ্যে হয়ে ছিল ?

  2. রাণা সঙ্গ
    রাণা প্রতাপ
    পৃথ্বীরাজ চৌহান
    রাণা হাম্বিরদেব


  3. ডান্ডি অভিযান কবে হয়েছিল ?

  4. 12ই এপ্রিল, 1925
    7 ই অগাস্ট, 1942
    12 ই মার্চ, 1930
    14 ই মে, 1935


  5. ইকতা প্রথার প্রবর্তন কে করেন ?

  6. মহম্মদ ঘোরী
    কুতুবউদ্দিন আইবক
    ইলতুৎমিস
    গিয়াসুদ্দীন বলবন

  7. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?

  8. আব্দুল গফ্ফুর খান
    মহাত্মা গান্ধী
    সৌকত আলী
    মহম্মদ আলী জিন্নাহ


  9. বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?

  10. ইলিয়াস শাহ
    সিকান্দার শাহ
    আজম শাহ
    হামজা শাহ

  11. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?

  12. নবগোপাল মিত্র
    বাল গঙ্গাধর তিলক
    অক্ষয় কুমার দত্ত
    সুরেন্দ্র নাথ ব্যানার্জি


  13. সুলতানী আমলে কোন বাঙালী কবিকে ‘গুণরাজ খাঁ’ উপাধিতে ভূষিত করা হয়েছে ?

  14. জ্ঞানদাস
    গোবিন্দদাস
    মালাধর বসু
    চণ্ডিদাস


  15. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?

  16. লালা লাজপৎ রায়
    সুরেন্দ্র নাথ ব্যানার্জি
    বিপিন চন্দ্র পাল
    উমেশ চন্দ্র ব্যানার্জি


  17. ভারতের কোন শহর 'হ্রদের শহর' নামে পরিচিত ?

  18. বেঙ্গালুরু
    কেরালা
    হায়দরাবাদ
    শ্রীনগর


  19. তাপ প্রয়োগে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় ?

  20. ভিটামিন D
    ভিটামিন C
    ভিটামিন K
    ভিটামিন A













Answer key :


1.C 2.C 3.C 4.A 5.B 6.A 7.C 8.B 9.C 10.B

Post a Comment

0 Comments