Mock Test- 3 ফুড ইন্সপেক্টর এবং রেলের পরীক্ষার জন্য



Mock Test- 3 আগামী ফুড সাব - ইন্সপেক্টর এবং রেলের পরীক্ষার জন্য ,সবাই অংশগ্রহণ করুন 



Hello  Friends  সবাইকে জব গাইড সাইটে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন হয়তো এই চ্যানেলটির মাধ্যমে আমি বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল আপনাদের দিয়ে থাকি।জব গাইড আপনাদের পশে সবসময় আছে।

  সামনেই ফুড ইন্সপেক্টরের পরীক্ষা এর সাথে চলছে রেলের গ্রূপ  ডি  পরীক্ষাও। তাই সেসব মাথায় রেখেই আজকে এক মক  টেস্ট এর আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই  এটাতে অংশ গ্রহণ করুন।



Mock Test এর কিছু তথ্য :

 প্রশ্ন - ১০ টি
সময় - ৫ মিনিট
প্রতিটি প্রশ্নের মান - ২ নম্বর
পূর্নমান - ২০

 কেন Mock Test দেবে ?

 ● কারন তোমরা জানোই হয়তো রেলের গ্রুপ D পরীক্ষা টা online হতে চলেছে তাই Mock Test খুবই উপযোগী।বাড়িতে বসেই পরীক্ষার পরিবেশ তৈরি করে পরীক্ষা দেওয়ার জন্য। বি:দ্র: সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে Grade Me করলেই নিজের নিজের স্কোর দেখতে পাবে। একদম নীচে সঠিক উত্তর গুলো দেওয়া থাকবে। Mock Test টির শেষে মিলিয়ে নিও এবং Comment করে জানিও কত স্কোর এলো।







           Mock Test - 3


  1. রাস্তাঘাট তৈরিতে খনিজ তেলের কোন উপজাত দ্রব্যটি ব্যবহৃত হয় ?

  2. ন্যাপথা
    গ্রিজ
    এস্ফাল্ট
    বুটাডিন


  3. কুইক লাইম কি ?

  4. Nacl
    Cao
    HCl
    কোনোটাই নয়


  5. ক্রেবস চক্র টি সংঘটিত হয় ?

  6. নিউক্লিয়াসে
    রাইবোজোমে
    মাইটোকন্ড্রিয়া
    সাইটোপ্লাজম

  7. কোনো শব্দের কম্পাঙ্ক বাড়লে

  8. তীক্ষ্নতা বাড়ে
    প্রাবল্য বাড়ে তীক্ষ্ন্তা কমে
    প্রাবল্য বাড়ে
    প্রাবল্য ও তীক্ষ্নতা বাড়ে


  9. ফলের রস সংরক্ষণ করার জন্য কোন রাসায়নিক ব্যবহার হয় ?

  10. সোডিয়াম হাইড্রক্সাইড
    সোডিয়াম বেনজয়েট
    পটাশিয়াম নাইট্রেট
    এলুমিনিয়াম সালফেট


  11. সমুদ্রকে নীল দেখানোর কারণ হল আপতিত সূর্যরশ্মির

  12. শোষণ
    বিক্ষেপণ
    প্রতিফলন
    প্রতিসরণ

  13. পঞ্চসাগরের বন্দর কোনটিকে বলা হয় ?

  14. ওডেসা
    ভেনিস
    মস্কো
    ট্রিয়েক্ট


  15. বীরবল কোন লেখকের ছদ্দনাম ?

  16. নলিনীকান্ত সরকার
    শিবরাম চক্রবর্তী
    প্রমথ চৌধুরী
    কেদারনাথ ব্যানার্জি


  17. ২০১৭ সালে ম্যানবুকার পুরস্কার জিতেছেন ?

  18. জন বেউ
    পল বেট্টি
    জর্জ সন্ডার্স
    স্ভেটলানা আলেক্সেভিচ


  19. ২০২০ সালে টোকিও অলিম্পিকে কটি নতুন ইভেন্ট যোগ করা হয়েছে ?

  20. ১৪
    ১০
    ১৫
    ১৭






Mock Test - ২ তে অংশগ্রহণ করুন এই লিংকে 


Mock  Test -১ এ অংশগ্রহন করুন এই লিংকে 











সঠিক উত্তর টি হলো :

1. C  2. B  3. C  4. A  5. B  6. B  7. C  8. C  9. C  10. C

Post a Comment

0 Comments