100 টি ভূগোলের প্রশ্ন উত্তর || Pdf ডাউনলোড || খুব গুরুত্বপূর্ণ ||

100 টি ভূগোলের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, Pdf ডাউনলোড রাজ্য এবং কেন্দ্রীয় পরীক্ষার জন্য




Hello বন্ধুরা, জব গাইড সাইটে সবাইকে স্বাগত। যারা সরকারী চাকরী পেতে চাও কিংবা যারা রাত দিন খেটে চলেছ একটা চাকরী পাবার লক্ষ্যে তাদের পাশে জব গাইড সব সময়ই আছে।এই সাইট টির মাধ্যমে তোমরা চাকরী সংক্রান্ত যেকোনো স্টাডি ম্যাটেরিয়ালস পাবে। আমাদের নোটস,কুইজ,pdf এবং প্রশ্ন উত্তর সেট গুলো পাবার জন্য প্রতিদিন ভিসিট করো আমাদের সাইটটা।আশা করবো তোমাদের উপকারই লাগবে।


 আজ আমরা নিয়ে এসেছি 100 টি ভূগোলের প্রশ্ন উত্তরের pdf সেন্ট্রাল হোক কিংবা রাজ্য সরকারের প্রতিটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ জন্য গুরুত্বপূর্ণ। নিচের লিঙ্ক থেকে pdf টি সংগ্রহ করে নিন -

Pdf টি ডাউনলোড করার আগে নীচে কিছু নমুনা দেওয়া হলো-


Indian Geography- 100 Questions & Answers

1. কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian Standard Time) নির্দেশ করেছে ?
Ans. ৮২.৫° পূর্ব দ্রাঘিমা

2. আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. সপ্তম

3. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ?
Ans. ভারত ও শ্রীলঙ্কা

4. ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় (I.S.T) হিসাবে ধরা হয় ?
Ans. এলাহাবাদ

5. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. মালদ্বীপ

6. ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. চীন

7. জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. দ্বিতীয়

8. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল ?
Ans. ১৯৫৬ সালে

9. কোন্ রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?
Ans. বোম্বাই

10. ১৯৬৬ খ্রীস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করে কোন্ দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?
Ans. পাঞ্জাব ও হরিয়ানা

11. কোন্ বছরে মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয় ?
 Ans. ১৯৬৯ সলের ১৪ জানুয়ারী

12. কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?
Ans. মহীশূর

13. সিকিম কোন্ বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় ?
Ans. ১৯৭৫ সালে

14. কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?
Ans. ১৯৯২ সালে

15. কোন্ দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডোর অবস্তিত ?
Ans. ভারত ও বাংলাদেশ

16. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি ?
Ans. আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ

17. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোন্ টি ?
Ans. লাক্ষাদীপ

18. ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
Ans. সিকিম
19. ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ? [ ২০১১ জনগণনা অনুযায়ী ]
Ans. বিহার

20. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
Ans. অরুণাচল প্রদেশ

21. ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. ভুটান

22. ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুত কেন্দ্র নির্মিত হয়েছে ?
Ans. ভুটান

23. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে ?
Ans. শ্রীলঙ্কা

24. ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি ?
Ans. গডউইন অস্টিন

25. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?
Ans. আরাবল্লী

26. জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
Ans. শ্রীনগর ও লে

27. নাথুলা পাস কোথায় অবস্থিত ?
Ans. সিকিমে


For More :

Click below to download


File type - Pdf
File Size- 517 kb
File location- Google drive



এই লিঙ্কে ক্লিক করে Pdf টি ডাউনলোড করুন


সায়েন্সের Pdf টি পান এই লিঙ্কে


কারেন্ট Affairs এর Pdf টি পান এই লিঙ্কে


আমাদের Mock Test এ অংশগ্রহন করুন এই লিঙ্কে

Post a Comment

0 Comments